রাইডার কাপের আগে টাইগার উডসকে ডোনাল্ডের হুশিয়ারি

রাইডার কাপের আগে টাইগার উডসকে ডোনাল্ডের হুশিয়ারি

গলফের ১৫টি মেজর চ্যাম্পিয়ন শিরোপা নিজের নামের পাশে রেখেছেন টাইগার উডস। তার ওপর টুর্নামেন্টটিও বসতে যাচ্ছে তার দেশ যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন উডস। এবার সেই লড়াইয়ে নামার আগেই উডসকে হুশিয়ারি দিয়েছেন লুক ডোনাল্ড। ইউরোপীয় অধিনায়ক হয়েই এই হুশিয়ারি দেন তিনি।

অবশ্য সাম্প্রতিক সময়টা ভালোই কাটছে ডোনাল্ডের। সেপ্টেম্বরে রোমে অনুষ্ঠিত মার্কো সিমোন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ১৬.৫-১১.৫ পয়েন্টের দাপুটে জয়ে মাস্টারমাইন্ডিং ট্রফি জিতিয়েছেন ইউরোপকে। এরপর পেয়েছেন রাইডার কাপে ইউরোপীয়দের নেতৃত্বের ভার। আর সেই নেতৃত্ব পেয়েই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড।

ডোনাল্ড বলেন, ‘জেতার ইচ্ছা প্রবল। টাইগারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে উল্লেখ করা হয়েছে তবে সেটি চূড়ান্ত নয়। যদি সে দুর্দান্ত হয়, তাহলে অন্য কেউ মহান। আর আমার কাজ হল চেষ্টা করা। আর ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আমাদের সফল হওয়ার সর্বোত্তম সুযোগটি খুঁজে বের করা। আপাতত এটিই আমার ফোকাস।’

পাঁচটি মেজর চ্যাম্পিয়ন শিরোপা জেতা এই গলফার আরও বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমাকে টাইগারের সাথে অনেকবার খেলতে হয়েছে। সে যা করেছে তার জন্য আমি তার প্রশংসা করি। তবে এটা আমার ফোকাস নয়।’

অবশ্য যুক্তরাষ্ট্রের মাটিতে নিশ্চিতভাবেই ডোনাল্ডের চেয়ে চাপে থাকবেন উডস। কেননা, ঘরের মাটিতে জয় ছাড়া অন্য যেকোনো ফলই ব্যর্থ বলে গণ্য করা হবে। সেই সাথে কোনো কারণে শিরোপা জিততে না পারলে উডসের অসাধারণ ক্রীড়া খ্যাতি কলঙ্কিত হবে।

সম্পর্কিত খবর