আমরা ভালো ব্যাটিং করিনি: শান্ত
সিলেটে দারুণ এক জয়ই তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে বেশ কিছু রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে তা পুষিয়ে দিয়েছিল দারুণ ব্যাটিং দিয়ে। তার ফল ১৫০ রানের দারুণ জয়।
তবে দ্বিতীয় টেস্টটা তার পুনরাবৃত্তি দেখেনি। এর কারণ হিসেবে ব্যাটিংকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথা, ‘সিলেটের উইকেটটায় বোলারদের জন্য খুব বেশি হেল্প যে ছিল, তা বলব না। বোলাররা বোলিং করেছে, ব্যাটাররাও কষ্ট করে রান করেছে। দুই ধরনের হেল্পই ছিল। এই টেস্টের কথা যদি বলি, আমরা ব্যাটাররা খুব একটা ভালো ব্যাটিং করিনি।’
প্রথম দিন শেষে মেহেদি হাসান মিরাজ এসে সংবাদ সম্মেলনে জানিয়ে গিয়েছিলেন, কমপক্ষে ৪০-৫০ রান কম করেছে বাংলাদেশ। দিনশেষে পার্থক্যটা গড়ে দিয়েছে ওই রানটাই। নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে উইকেটকে খারাপ মনে হচ্ছে, জানান শান্ত। বললেন, ‘প্রথম ইনিংসে ২৩০-২৪০ রানের উইকেট ছিল। ওই জায়গায় আমরা রানটা কম করার কারণে মনে হয়েছে উইকেটটা অনেক খারাপ। অবশ্যই নতুন বলে চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা সিচুয়েশনই থাকে, যখন আমরা অ্যাওয়েতে খেলি, তখনও নতুন বলের চ্যালেঞ্জটা থাকে। তো এখানে আলাদা কিছুই ছিল না। আমরা ব্যাটিংটা আরেকটু বেটার করলে হয়তো এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না।’
শান্তর আরও মনে হচ্ছে, ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেননি। তার ভাষ্য, ‘যার যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী খেলতে চেয়েছি। কিন্তু এখানে সবাই অনেক যে বেশি আক্রমণ করতে গিয়েছে, বিষয়টা এমন নয়। যার যে পরিকল্পনা ছিল, ওই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে। এক্সিকিউট হয়নাই। আমার মনে হয় দায়িত্বটা যদি আমরা সবাই মিলে নিতাম, তাহলে আরও ভালো কিছু হতে পারত।’