বিশ্বকাপের দল ঘোষণা কবে?
৫ সেপ্টেম্বর আইসিসির বেঁধে দেওয়া বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। তবে এ দিনও জানা যাবে না বাংলাদেশের বিশ্বকাপের দলে আছেন কারা কারা। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সেপ্টেম্বরের শুরুতে দল দেওয়ার শেষ দিন হলেও এই দলে পরিবর্তন আনা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ এই সুযোগটাই নিতে চাইছে। বোর্ড সভাপতির কথায় মিলল তারই আভাস।
সোমবার ধানমন্ডিতে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি। এরপরই তিনি জানান এ কথা।
‘এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের দল’ – ঘোষণাটা বিসিবি সভাপতি দিয়েছিলেন বহু আগে। কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে গেল জুলাই মাস থেকে। তামিম ইকবালের অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, চোটের কারণে তার খেলায় অনিশ্চয়তা, এরপর লিটন দাসের জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলতে না পারা, এসব কারণে হুবহু এশিয়া কাপের দলটা নিয়েই বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।
পাপন বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনাটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। যেমন আমাদের ওপেনার ছিল লিটন ও তামিম। ওরা তো এখন সুস্থ নয়। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওদের ছাড়া নাম পাঠাব? অবশ্যই না। আমরা এখন হয়তো লজিস্টিকের কারণে একটা দল দিতে পারি। তবে সেটা মূল দল না। মূল দলটা ২৬ অথবা ২৭ তারিখের দিকে দিতে পারি।’
মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিশ্বকাপে যাওয়া হবে কি না, এমন প্রশ্নও শেষ কয়েক সপ্তাহে ঘুরে ফিরেছে ক্রিকেট পাড়ায়। তার জন্যও সুখবর দিলেন পাপন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক, রিয়াদদের খেলার সুযোগ থাকবে। নিউজিল্যান্ড সিরিজটা দেখব। যারা নাকি এখানে আছে তারাও সুযোগ পাবে।’
রিয়াদ শেষমেশ স্ট্যান্ডবাই হিসেবে হলেও যেতে পারেন বিশ্বকাপে, ইঙ্গিত পাপনের। তার কথা, ‘আমাদের খেলোয়াড়রা ইনজুরিপ্রবণ বেশি। কাল (রোববার) যেমন দেখেন শান্ত ব্যথা পেল। মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজ ভুগেছে। নিয়মিত বদল লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, নিয়মিত পরিবর্তন লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নেই।’