পরিবারের সঙ্গে মালদ্বীপে রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কিছুদিন আগেই দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসির বৈশ্বিক এই আসরে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। পাশাপাশি ফাইনালে ব্যাট হাতেও দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। দেশে আইপিএলের ধুম পড়লেও দুবাই থেকে দেশে ফিরে সেখানে দলের সঙ্গে যোগ দেননি এখনো। মালদ্বীপে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত সময় পার করছেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় এবার গত আসরের চেয়ে কয়েকগুণ আমেজ বেড়েছে ভারতের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের)। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরের প্রস্তুতির জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর শিবিরে অনুশীলনে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ক্রিকেটাররা। তারা একটু পরে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। যে কারণে ভারত দলনেতাও যোগ দেননি মুম্বাই ইন্ডিয়ান্সে।
মালদ্বীপ সফরে থাকায় দলের সঙ্গে যোগ দেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে স্ত্রী রিতিকা, কন্যা সামাইরা এবং পুত্র আহানকে নিয়ে সেখানে ব্যস্ত সময় কাটছে তার। কখনও বিলাসবহুল জাহাজে, কখনও সমুদ্রসৈকতে আবার কখনও স্ত্রী-সন্তানকে হোটেলের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে তাদেরকে। ছুটি কাটিয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ৩৭ বছর বয়সী এ ব্যাটারের।
আইপিএল মাঠে গড়ানোর একদিন পর ২৩ মার্চ চিদম্বরম স্টেডিয়ামে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। পরের ম্যাচে ২৯ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। এরপর ৩১ মার্চ ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের বিপক্ষে মাঠে নামবে দলটি।।