চ্যাম্পিয়ন কুমিল্লার হার, দুর্দান্ত ঢাকার জয়ে দুর্বার শরিফুল
শরিফুলের শেষ ওভারই এই ম্যাচে কাহিনী লিখে দিল, এবং উপসংহারও ওতেই! ইনিংসের শেষ তিন বলে কুমিল্লা হারালো তিন উইকেট। তিন বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিকের কৃতিত্ব দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করলেন শরিফুল। ঢাকার ফ্র্যাঞ্চাইজি একটা ঘোষণা দিতেই পারেন, অন্তত পরের ম্যাচের আগ পর্যন্ত দলের নামেই শরিফুলকে ডাকা হতে পারে; দুর্দান্ত শরিফুল! ৫ উইকেটে কুমিল্লাকে হারিয়ে দুর্দান্ত ঢাকার জয়ী বিপিএলের এই ম্যাচ শরিফুলের হ্যাটট্রিকের ম্যাচ হিসেবেই পরিচিত পাবে।
মিরপুরের যে উইকেটে ৬ উইকেটে ১৪৩ রানে শেষ হলো কুমিল্লা সেখানে ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখে ঢাকার জয় আরেকটি তথ্য নিশ্চিত করলো- এই উইকেটে আরো বেশি রান করা উচিত ছিল চ্যাম্পিয়ন কুমিল্লার। কিন্তু শেষের ব্যাটিংয়ের হিসেবে গোলযোগ করে ফেলে কোচ সালাউদ্দিনের দল।
সেই ভুলের হিসেবটা দেই। ইনিংসের শেষ ১০ বলে মাত্র ১৩ রান যোগ করে ৫ উইকেট হারায় কুমিল্লা। এই ১৩ রানের মতো ১২ রানই এসেছে আবার শেষ ওভারে। আর শেষ পাঁচ উইকেটের তিনটিই শিকার করেছেন শরিফুল ইনিংসের শেষ তিন বলে।
১০ ওভারে ১ উইকেটে ৬৫। ১৪ ওভারে ৯৯/১ এই স্কোর নিয়ে সামনে এগুনো একটা দল কেন দেড়শ রানের সঞ্চয়ও করতে পারবে না। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর খুঁজবেন কুমিল্লার কোচ ম্যাচের ময়না তদন্তে।
কুমিল্লার ১৪৩ রানের সামান্য সঞ্চয়ে ওপেনার ইমরুল কায়েসের যোগাড়ই সবচেয়ে বেশি, ৫৬ বলে ৬৬ রান। তবে এতো বল খেলার পর এই স্ট্রাইকরেট হয়তো ওয়ানডে ম্যাচের জন্য মানানসই হতে পারে, কিন্তু টি- টোয়েন্টির জন্য মোটেও তা সাজুস্যপূর্ণ নয়।
২৩ রানে সহজ ক্যাচ তুলে একবার জীবনও পেয়েছিলেন ইমরুল। বেশি সাবধানী ব্যাটিং তার হাফসেঞ্চুরি ইনিংসকে কৃতিত্ব দেওয়ার চেয়ে কাঁটাই বেশি ফোটাচ্ছে! ৫৬ বলে সেঞ্চুরির কাছের কোনো স্কোর করা উচিত ছিল ইমরুলের। ওয়ানডাউনে তাওহীদ হৃদয়ের ৪১ বলে ৪৭ রানের ইনিংসও ইমরুলের ব্যাটিংয়ের মতো প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শুনবে।
১৪৩ রান তাড়া করতে নেমে দুর্দান্ত ঢাকার ৫ উইকেটের জয় সেই সত্যে সীলমোহর দিচ্ছে। প্রথম উইকেট জুটিতে ১০১ রান তোলা ঢাকাকে ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সান্তনা ওটুকুই!
সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৪৩/৬(২০ ওভারে, ইমরুল ৬৬, তাওহীদ ৪৭, খুশদিল ১৩, শরিফুল ৩/২৭, তাসকিন ২/৩০)। দুর্দান্ত ঢাকা: ১৪৭/৫ (১৯. ৩ ওভারে, গুনাতিলাকা ৪১, নাঈম ৫২, ইরফান সুকুর ২৪, তানভীর ২/২৭)। ফল: দুর্দান্ত ঢাকা ৫ উইকেটে জয়ী।