সাকিব থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে?
কে জানতো এমন দিনেরও মুখোমুখি হতে হবে দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানকে? গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরতে পারছেন না তিনি। তার ফলে প্রথমবারের মতো তাকে ছাড়াই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই আসর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। রাজনৈতিক কারণ ও বোলিং অ্যাকশনের বৈধতা না থাকার কারণে সেখানেও থাকা প্রায়ই অনিশ্চিত হয়ে আছে। এনিয়ে আজ বুধবার মুখ খুললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সিলেটে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘সাকিবের ব্যাপারে বোর্ড থেকে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে, তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’
এসময় লিপু আরও বলেন, ‘এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলঅ্যাবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন (বোলিং পরীক্ষায়)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই হয়তো গুরুত্বপূর্ণ, আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’
এদিকে সামনের ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। জোর গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে তামিম ইকবালকে। আজ তামিমের সঙ্গে সভায় বসেছিলেন নির্বাচকরা। সেখানে তামিম আরো কিছু সময় চেয়ে নিয়েছেন। যৌক্তিক কারণে বিসিবিও মেনে নিয়েছে তার আবেদন।