বাংলাদেশের বিপক্ষে ফিরবেন শামি, পান্তের বিশ্বকাপ খেলার সুযোগ
আগেই জানা গিয়েছিল আসন্ন আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন রিশভ পান্ত। এবার যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ। একইসঙ্গে পান্ত ভক্তদের জন্য সুখবরও দিয়ে রাখলেন তিনি। জানিয়েছেন, আসন্ন আইপিএলে ব্যাটিংয়ের সঙ্গে উইকেটকিপিংটা ঠিকঠাক হলে বিশ্বকাপের দলেও থাকছেন পান্ত। একইদিনে মোহাম্মদ শামির চোট নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ফেরানো হতে পারে তাকে।
পান্ত গত ২০২২ সালের ডিসেম্বর থেকেই মাঠের বাইরে রয়েছেন। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে লম্বা সময় চিকিৎসা নিতে হয়েছে তাকে। ডান হাঁটুর গুরুতর আঘাত, কব্জি এবং গোড়ালিতে অস্ত্রোপচার ছাড়াও লিগামেন্ট পুনর্গঠনে লম্বা সময় বিশ্রামে থাকতে হয়েছে পান্তকে। তবে আসন্ন আইপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই খেলার কথা রয়েছে তার। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ভূমিকাতেও দেখা যাবে তাকে।
পান্তের ফেরা নিয়ে এতদিন কিছুটা শঙ্কা থাকলেও আজ সেটুকুও দূর হয়ে গেছে জয় শাহর কথায়। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পান্তের খেলা নিয়েও মিলেছে সুখবর। জয় শাহ বলেন, ‘সে (রিশভ পান্ত) ভালো আছে, ভালো ব্যাটিং করছে। আমরা খুব শীঘ্রই তাকে ফিট ঘোষণা করব। আর সে যদি আমাদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে তবে সেটা আমাদের জন্য একটা বড় বিষয় হবে। সে যদি কিপিং করতে পারে তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে। এখন দেখা যাক আইপিএলে সে কেমন করে।’
এদিকে ভারত বিশ্বকাপের পর থেকেই চোটে ভুগছেন মোহাম্মদ শামি। কদিন আগেই অস্ত্রোপচার করিয়েছেন এই পেসার। ফলে খেলতে পারবেন না আসন্ন আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রশ্ন ছিলই কবে নাগাত মাঠের ক্রিকেটে ফিরবেন তিনি। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন জয় শাহ। জানিয়েছেন আসন্ন সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ফিরতে পারেন তিনি।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে চোট পাওয়া লোকেশ রাহুলের চোট নিয়েও কথা বলেছেন জয় শাহ। বলেন, ‘শামির অস্ত্রোপচার হয়েছে; সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। কেএল রাহুলের একটি ইনজেকশন দরকার ছিল, তিনি পুনর্বাসন শুরু করেছেন এবং এনসিএতে আছেন।’