লিটন-তামিমের ব্যাটিং ঝড়ে বিপিএলে ইতিহাস

লিটন-তামিমের ব্যাটিং ঝড়ে বিপিএলে ইতিহাস

জাতীয় দল দল থেকে বাদ পরেই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠলেন লিটন কুমার দাস। দূর্বার রাজশাহীর বোলারদের নিয়ে আজ রীতিমত ছেলে-খেলা করলেন ঢাকা ক্যাপিটালর্সের এই ওপেনার। যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। দুজনই পেলেন শতরান। তাদের জুটি গড়ল বিপিএলে নতুন এক ইতিহাস!

মাত্র ৪৪ বলে নিজের টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন লিটন। তানজিদ তামিম বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ৬২ বলে। আর তাতেই রাজশাহীকে ২৫৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ রান। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান এখন ঢাকা ক্যাপিটালসের। পেছনে পড়ল ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।

এদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে নেমে দলকে দূর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ঢাকার স্কোরবোর্ডে রান ওঠে ৫৯।

বিপিএলে এদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি করেন লিটন। ক্রিস গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেন মাত্র ৪০ বলে। 

শেষ ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।

কেবলমাত্র দলীয় রানেই ইতিহাস হয়েছে এ ম্যাচে তা নয়। তামিম-লিটনের জুটিও গড়েছে নতুন রেকর্ড। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন ঢাকার এই দুই ওপেনার। তামিম ব্যাক্তিগত ১০৮ রানে আউট হওয়ার আগে তাদের জুটি ভাঙ্গে ২০১৭ সালে রংপুরের হয়ে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককলামের ২০১ রানের জুটির রেকর্ড। তামিম ও লিটনের গড়েন ২৪১ রানের জুটি।

লিটনের ব্যাট থেকে আসে ২২৭ স্ট্রাইকরেটে অপরাজিত ৫৫ বলে ১২৫ রান। ১০ টি চার ও ৯ টি ছয়ে ইনিংটি সাজান লিটন।

সম্পর্কিত খবর