অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই শামিমা-লতা
আগামী ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শুরু বাংলাদেশের। তার ৫ দিন আগে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই দলে অভিজ্ঞ ব্যাটার শামিমা সুলতানা ও অলরাউন্ডার লতা মণ্ডল জায়গা পাননি। অভিজ্ঞ সালমা খাতুন আর জাহানারা আলমও এই তালিকায় নেই। দলে এসেছেন ১৫ বছর বয়সী স্পিনার নিশিতা আক্তার নিশি ও অভিষেকের অপেক্ষায় থাকা ফারজানা হক লিসা।
লতা মূল স্কোয়াডে জায়গা না পেলেও আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়। তার সঙ্গে ফারিহা ইসলাম তৃষ্ণা আর শরীফা খাতুনও আছেন এই তালিকায়।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অধীনে খেলবে এই দল। অফ স্পিনার নাহিদা আক্তার থাকবেন তার ডেপুটি।
২১ মার্চ এই সিরিজ শুরু। এরপর ২৪ ও ২৭ মার্চ হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এই সিরিজটি ২০২২-২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
এই সিরিজের পর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই
ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল।