চোটে বাংলাদেশ সিরিজ শেষ মাদুশঙ্কার
বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন লিটন দাস, এদিকে শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়লেন দিলশান মাদুশঙ্কা। এতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দেখা মিলবে না লিটন-মাদুশঙ্কা লড়াইয়ের। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসে শুরুর ওভারে দুবারই মাদুশঙ্কার বলে শূন্য রানে ফেরেন লিটন। স্বাগতিকদের এই ডানহাতি ব্যাটার দল থেকে বাদ পড়েছেন অবশ্য বাজে ফর্মের কারণে। তবে মাদুশঙ্কার ক্ষেত্রে কারণটা ভিন্ন। চোটের কারণে বাংলাদেশ সফরে বাকি সময়ে আর খেলতে পারবেন এই বাঁহাতি পেসার।
নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আজ (রোববার) মাদুশঙ্কার চোটের বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সেই পোস্টে এসএলসি আরও জানায়, মাদুশঙ্কার এমআরআই রিপোর্ট ভালো আসেনি। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।
দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই লঙ্কান পেসার। এর আগে ৬ ওভার ২ বলে ৩০ রান খরচে নেন ২ উইকেট। প্রথম ওয়ানডেতেও দুটি উইকেট পেয়েছিলেন মাদুশঙ্কা।