জেনে নিন বিশ্বকাপের রঙ্গমঞ্চের খুঁটিনাটি
লাতিন আমেরিকার অলিগলিতে চলমান ফুটবলের মহাযজ্ঞ। বলা হয় ফুটবলের স্বর্গভ‚মি। তেমনি দক্ষিণ এশিয়ায় অলিগলিতে চলে ক্রিকেটের ব্যাট-বলের টুকটুক শব্দ। দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে চোখবন্ধ করে বলা যায় ক্রিকেটের পুণ্যভ‚মি। সেই ভারতের বুকে তৃতীয়বারের মতো বসছে ক্রিকেট বিশ্বকাপ। এই অঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। ফলে এবারের বিশ্বকাপ নিয়ে আছে নানান আলোচনা। অবশ্য সেটার শুরু ভারত আয়োজক-স্বত্ব পাওয়ার পর থেকেই। আইসিসিকে করছাড় সুবিধা দেওয়া থেকে বিশ্বকাপের সূচি প্রকাশ। প্রতি মুহূর্তে আলোচনায় ভারতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ।
ভারতজুড়ে বিশ্বকাপের উৎসব ছড়িয়ে দিতে ১০ ভেন্যুতে হবে পুরো আসর। তালিকায় আছে কলকাতার ইডেন গার্ডেনস-মুম্বাইয়ের ওয়াংখেড়ের মতো ঐতিহাসিক স্টেডিয়াম। বাদ পড়েছে জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়াম-মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়াম। সেখানে যুক্ত হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ও লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম। সব মিলিয়ে বিশ্বকাপের ভেন্যুগুলো কোন শহরে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা কেমন, সেটাই তুলে ধরা হয়েছে।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম এটি। গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে অবস্থিত এই মাঠে হবে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল। মোট ৫ ম্যাচ আয়োজিত হবে এই মাঠে। ১ লাখ ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই মাঠে ওই বছরই প্রথম আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়। এই মাঠের পূর্ব নাম ছিল সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ১২-১৬ নভেম্বর, ১৯৮৩
প্রথম ওয়ানডে : ৫ অক্টোবর, ১৯৮৪
মোট ওয়ানডে : ২৬টি
প্রথম টেস্ট : ১২ নভেম্বর, ১৯৮৩
মোট টেস্ট : ১৫টি
প্রথম টি-টোয়েন্টি : ২৮ ডিসেম্বর, ২০১২
মোট টি-টোয়েন্টি : ৭টি
এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম এটি। ভারতীয় ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী। কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর এমজি রোডে অবস্থান এই মাঠের। পাকিস্তানের দুই ম্যাচসহ এখানে আয়োজিত হবে বিশ্বকাপের মোট ৫ ম্যাচ। ৪০ হাজার দর্শক একসঙ্গে বসে উপভোগ করতে পারেন ম্যাচ। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই মাঠে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে ১৯৭৪ সাল থেকে।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ২২ নভেম্বর, ১৯৭৪
প্রথম ওয়ানডে : ২৬ সেপ্টেম্বর, ১৯৮২
মোট ওয়ানডে : ২৬টি
প্রথম টেস্ট : ২২ নভেম্বর, ১৯৮৩
মোট টেস্ট : ২৪টি
প্রথম টি-টোয়েন্টি : ২৫ ডিসেম্বর, ২০১২
মোট টি-টোয়েন্টি : ৮টি
এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়–র রাজধানী চেন্নাইয়ে অবস্থিত এই স্টেডিয়াম। দক্ষিণ ভারতের এই স্টেডিয়ামের পথচলা শুরু ১৯১৪ সালে। ইডেন গার্ডেনসের পর ভারতের সবচেয়ে পুরোনো স্টেডিয়াম এটি। চিপুক নামে পরিচিত এই স্টেডিয়ামের আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ১৯৩৪ সালে। এরপর থেকে নিয়মিতই আয়োজন করেছে আন্তর্জাতিক ম্যাচ। একসঙ্গে ৫০ হাজার দর্শক গ্যালারিতে বসে উপভোগ করতে পারেন ম্যাচ।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ১০ ফেব্রæয়ারি, ১৯৩৪
প্রথম ওয়ানডে : ৯ অক্টোবর, ১৯৮৭
মোট ওয়ানডে : ২৩টি
প্রথম টেস্ট : ১০ ফেব্রæয়ারি, ১৯৩৪
মোট টেস্ট : ৩৪টি
প্রথম টি-টোয়েন্টি : ১১ সেপ্টেম্বর, ২০১২
মোট টি-টোয়েন্টি : ২টি
অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি
১৮৮৩ সালে দিল্লির কোটলা দুর্গের কাছে নির্মাণ করা হয় এই মাঠের। ২০১৯ সালের আগ পর্যন্ত এ কারণে এর নাম ছিল ফিরোজ শাহ কোটলা। পরে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে করা হয় নামকরণ। নির্মাণের প্রায় ৬ দশক পর ১৯৪৮ সালে পায় আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। প্রাচীন কারুকার্যের আদলে তৈরি দিল্লির এই স্টেডিয়াম।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ১০ নভেম্বর, ১৯৪৮
প্রথম ওয়ানডে : ১৫ সেপ্টেম্বর, ১৯৮২
মোট ওয়ানডে : ২৬টি
প্রথম টেস্ট : ১০ নভেম্বর, ১৯৪৮
মোট টেস্ট : ৩৫টি
প্রথম টি-টোয়েন্টি : ২৩ মার্চ, ২০১৬
মোট টি-টোয়েন্টি : ৭টি
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা
ভারতের হিমাচল রাজ্যের শীতকালীন রাজ্য ধর্মশালায় পাহাড়ঘেরা পরিবেশে অবস্থিত এই স্টেডিয়াম। ছবির মতো সুন্দর এই স্টেডিয়ামের নির্মাণকাল ২০০৩। প্রথম এই স্টেডিয়ামের সঙ্গে ক্রিকেট বিশ্বের পরিচয় ঘটে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাহাড়ের ওপর অবস্থিত এই স্টেডিয়ামকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সেরা মাঠ হিসেবে। নির্মাণের ১০ বছর পর ২০১৩ সাল থেকে নিয়মিত এই মাঠে আয়োজিত হয় আন্তর্জাতিক ম্যাচ।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ২৭ জানুয়ারি, ২০১৩
প্রথম ওয়ানডে : ২৭ জানুয়ারি, ২০১৩
মোট ওয়ানডে : ৪টি
প্রথম টেস্ট : ২৫ মার্চ, ২০১৭
মোট টেস্ট : ১টি
প্রথম টি-টোয়েন্টি : ২ অক্টোবর, ২০১৫
মোট টি-টোয়েন্টি : ১০টি
ভারতরতœ শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, লক্ষেèৗ
বিশ্বকাপের জন্য নির্ধারিত ৮ ভেন্যুর মধ্যে নবীনতম স্টেডিয়াম লক্ষেèৗর এই স্টেডিয়াম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা এই স্টেডিয়ামে একসঙ্গে ৫০ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারেন। ২০১৭ সালে নির্মাণ হওয়া এই স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৮ সালে। এই মাঠের টেস্ট অভিষেক আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে। ভারতের পাশাপাশি কিছুদিন যুদ্ধবিধ্বস্ত আফগানরা এই মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ৬ নভেম্বর, ২০১৮
প্রথম ওয়ানডে : ৬ নভেম্বর, ২০১৯
মোট ওয়ানডে : ৪টি
প্রথম টেস্ট : ২৭ নভেম্বর, ২০১৯
মোট টেস্ট : ১টি
প্রথম টি-টোয়েন্টি : ৬ নভেম্বর, ২০১৮
মোট টি-টোয়েন্টি : ৬টি
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদ
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে অবস্থিত এই স্টেডিয়াম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে করা এই স্টেডিয়ামে একসঙ্গে ৫৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারেন। ২০০৪ সালে নির্মাণের পর এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল ভিসাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামে। পরবর্তীতে অবশ্য এই মাঠের নামকরণ করা হয় রাজীব গান্ধীর নামে। এই মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস ল²ণ।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ১৬ নভেম্বর, ২০০৫
প্রথম ওয়ানডে : ১৬ নভেম্বর, ২০০৫
মোট ওয়ানডে : ৭টি
প্রথম টেস্ট : ২৭ নভেম্বর, ২০১৯
মোট টেস্ট : ৫টি
প্রথম টি-টোয়েন্টি : ৬ নভেম্বর, ২০১৮
মোট টি-টোয়েন্টি : ২টি
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, পুনে
পুনের নেহরু স্টেডিয়াম নিয়ে শহর কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার পর এই স্টেডিয়াম নির্মাণ করে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ২০১২ সালে নির্মিত এই স্টেডিয়ামের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নিয়ে স্টেডিয়ামের নাম বদল করে ফেলে সাহারা গ্রæপ। তখন এই স্টেডিয়ামের নামকরণ করা হয় সুব্রত রায় সাহা ক্রিকেট স্টেডিয়াম। পরে অবশ্য নির্ধারিত ফি না দেওয়ায় স্টেডিয়াম নিজেদের দখলে নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করে এমসিএ। ২০১২ সালে নির্মিত এই স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওই বছরই।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ২০ ডিসেম্বর, ২০১২
প্রথম ওয়ানডে : ১৩ অক্টোবর, ২০১৩
মোট ওয়ানডে : ৭টি
প্রথম টেস্ট : ২৩ ফেব্রæয়ারি, ২০১৭
মোট টেস্ট : ২টি
প্রথম টি-টোয়েন্টি : ২০ ডিসেম্বর, ২০১২
মোট টি-টোয়েন্টি : ৪টি
ইডেন গার্ডেনস, কলকাতা
ভারতের অন্যতম পুরোনো ও ঐতিহাসিক স্টেডিয়ামগুলোর একটি ইডেন গার্ডেনস। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা আছে এই মাঠের। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের আক্ষেপ ঘুচবে না এবারও। তবে একটি সেমিফাইনাল আয়োজন করবে মাঠটি। ১৫৯ বছরের পুরোনো এই স্টেডিয়ামে একসঙ্গে ৬৩ হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারেন।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ৫ জানুয়ারি, ১৯৩৪
প্রথম ওয়ানডে : ১৮ ফেব্রæয়ারি, ১৯৮৭
মোট ওয়ানডে : ৩১টি
প্রথম টেস্ট : ৫ জানুয়ারি, ১৯৩৪
মোট টেস্ট : ৪২টি
প্রথম টি-টোয়েন্টি : ২৯ অক্টোবর, ২০১১
মোট টি-টোয়েন্টি : ১১টি
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
শেষবার মুম্বাইয়ের এই মাঠেই বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত। এমনকি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই মাঠ থেকেই। ১৯৭৪ সাল থেকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা এই মাঠ প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ১৯৭৫ সালে। এই মাঠের আগে মুম্বাইয়ের ব্যাব্রোন স্টেডিয়াম ও জিমখানা মাঠ ব্যবহার করা হতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য। তবে ওয়াংখেড়ে নির্মিত হওয়ার পর সবসময়ই প্রাধান্য পেয়ে এসেছে এই মাঠ।
স্টেডিয়াম সম্পর্কিত অন্যান্য তথ্য
প্রথম আন্তর্জাতিক ম্যাচ : ২৩ জানুয়ারি, ১৯৭৫
প্রথম ওয়ানডে : ১৭ জানুয়ারি, ১৯৮৭
মোট ওয়ানডে : ২৩টি
প্রথম টেস্ট : ২৩ জানুয়ারি, ১৯৭৫
মোট টেস্ট : ২৬টি
প্রথম টি-টোয়েন্টি : ২২ ডিসেম্বর, ২০১২
মোট টি-টোয়েন্টি : ৮টি