সাকিবের দেশে না আসাটা ‘স্বস্তিদায়ক’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:২৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২৪

কাজী সাবির

সাকিব আল হাসানের দেশে না আসার সিদ্ধান্তটা সঠিক এবং স্বস্তিদায়ক!

যদি সাকিবের অধিকার থাকে ‘বাংলাদেশের’ খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতি করার, তাহলে ভক্তদেরও অধিকার আছে জাতীয় দলে তাকে দেখতে না চাওয়ার। তারা তখন সঙ্গত কারণেই প্রতিবাদ করতে পারেনি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে করছে। (যদিও তাঁদের প্রতিবাদের পন্থা বা হুমকি-ধামকির আমি ঘোর বিরোধী)।

সাকিব হয়তো জুলাইয়ের হত্যাকাণ্ডের অপরাধের সাথে সরাসরি জড়িত না, কিন্তু দলের কিছুটা দায় তাকে নিতেই হবেই। তবে প্রয়োজনের তু্লনায় একটু বেশীই নিতে হচ্ছে কারণ নামটা সাকিব আল হাসান বলে আর এই সুযোগে বিদেশে বসে মূল অপরাধীরা নিশ্চয়ই গ্লাসে আলতো চুমুক দিয়ে খুশী হয়ে বলছেন– ‘এই জন্যই তো তোমাকে দলে নেয়া হয়েছিল।’

যদিও আমি মনে করি এটা সাকিবের মূল অপরাধ না। সাকিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ ‘ভক্তদের আবেগের সাথে খেলা করার জন্য’।

আপনাদের দল মত নির্বিশেষে মানুষ নিঃস্বার্থ ভাবে ভালবেসেছিল কারণ আপনারা ‘বাংলাদেশ’কে প্রতিনিধিত্ব করতেন, আপনারা ‘বাংলাদেশের’ ছিলেন। আপনাদের যারা ভালবাসতো, যারা একটু ছুঁয়ে দেখতে চাইতো তারাও কোন দলীয় পরিচয় নিয়ে আপনাদের ভক্ত হন নাই।

কিন্তু ভালবাসার সেই ব্ল্যাঙ্ক চেকটা ভাঙ্গানো হলো একটা পার্টি অফিসে, নির্বাচনী টিকেটের বিনিময়ে। অবশ্য এই কাজটাই খেলা থেকে অবসর নিয়ে করলে এত সমস্যা হত না (যেটা ফুটবলার আমিনুল হক করেছেন), যতটা হয়েছে একটা দলের জার্সি পরে সমাবেশ করার পরের দিন আবার লাল-সবুজের জার্সিতে আপনারা মাঠে নেমেছেন। যতই জনসেবা করার জন্য রাজনীতি করেন বা চাপে পরে করে থাকেন ভক্তদের জন্য সেটা মেনে নেয়া কষ্টের ছিল। সবাইতো আর আপনদের দলের সমর্থক না আর মানুষ রাজনৈতিক পরিচয় ভুলেই খেলা দেখতে বসে।

মানুষ চায় ‘বাংলাদেশের জান’ উইকেট নিক, ছক্কা মারুক, ‘কোন দলের জান’ না!

কাজী সাবির: প্রতিষ্ঠাতা, খেলবেই বাংলাদেশ

খেলার দুনিয়া | ফলো করুন :