মাত্র ১২.৩ ওভারেই ব্রাদার্সকে হারিয়ে দিল আবাহনী

মাত্র ১২.৩ ওভারেই ব্রাদার্সকে হারিয়ে দিল আবাহনী

চলতি ডিপিএলে বুধবারের ম্যাচে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমানি স্টেডিয়ামে মাত্র ১২.৩ ওভারেই জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। এদিন শুরুতে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়নকে মাত্র ৭১ রানে অলআউট করে দেয় আবাহনী। পরে সেই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে টপকে যায় আবাহনী। চলতি ডিপিএলে যা তাদের চতুর্থ জয়।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে ব্রাদার্স। আবাহনীর স্পিনার তানভীর ইসলাম একাই নিয়েছেন ব্রাদার্সের ৫ উইকেট। এদিন মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তানভীর। তার দিনে দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও রাকিবুল হাসান। আবাহনীর বোলিং তোপে মাত্র ২১.৩ ওভার ব্যাট করতে পেরেছে ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে রহমতউল্লাহ আলীর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অংকের দেখা পাননি।

সহজ সেই লক্ষ্য মাত্র ১২.৩ ওভারেই টপকে যায় আবাহনী। অবশ্য এর মধ্যেই দুটি উইকেট হারাতে হয়েছে আবাহনীকে। ওপেনার সাব্বির হোসেন ২ রানে সাজঘরে ফেরার পর আরেক ওপেনার নাঈম শেখ ফিরেন ৩০ রানে। এরপর এনামুল হক বিজয়কে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন ধ্রুব। ব্রাদার্সের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নূর।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ব্রাদার্স ইউনিয়ন ৭১/১০; ২১.৩ ওভার; (রহমতউল্লাহ ৩৫; তানভীর ৫/৭, ফাহাদ ২/৩২, রকিবুল ২/১)
আবাহনী লিমিটেড: ৭২/২; (১২.৩ ওভার); (নাঈম ৩০, বিজয় ৭*, আফিফ ২৩*; নূর ২/১২)
ফল: আবাহনী ৮ উইকেটে জয়ী।

সম্পর্কিত খবর