পিছিয়ে গেল আইপিএল, উদ্বোধন-ফাইনাল ইডেনে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৩৭ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৫

এক সপ্তাহ পিছিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৪ মার্চ শুরু হচ্ছে না এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ। ২১ মার্চ পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের। ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৮তম এ আসরের।

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বিসিসিআই এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর যা শেষ হবে ৯ মার্চ। এই আসর শেষ হওয়ার পাঁচ দিনের মাথায় আইপিএল আয়োজনকে তাড়াহুড়ো মনে করে এক সপ্তাহ পেছানো হয়েছে বলে জানিয়েছে পরিচালনা পরিষদ।

আইপিএলে সাধারণত বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই উদ্বোধনী ম্যাচ আয়োজিত হয়। সেই ধারা অব্যাহত রেখেই গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ।

২০২৫ এবং ২০২৬ এ ৮৪ ম্যাচ করে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। তবে চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করা হয়নি। এ মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খেলার দুনিয়া | ফলো করুন :