পার্পল ক্যাপ পুনরুদ্ধারের ম্যাচ মুস্তাফিজের

পার্পল ক্যাপ পুনরুদ্ধারের ম্যাচ মুস্তাফিজের

এবারের আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। খেলছেন আসরের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে। দলটির একাদশে নিয়মিতই সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে তো বাজিমাতও করেছিলেন। তুলে ছিলেন ৪ উইকেট। পরের ম্যাচেও ছিলেন উজ্জ্বল। তুলেছিলেন ২ উইকেট। আর তাতেই তৃতীয় ম্যাচের আগে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের পুরস্কার পার্পল ক্যাপ মাথায় পরে নামার সুযোগ হয় মুস্তাফিজের।

এরপর অবশ্য তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফিরেছিলেন তিনি। যার কারণে খেলতে পারেনি দলটির সবশেষ ম্যাচ। তবে সেই জটিলতা এরইমধ্যে কাটিয়ে ফেলেছেন মুস্তাফিজ। ম্যাচের আগের দিন গতকাল ফিরে গেছেন আইপিএল খেলতেও।

তার দল চেন্নাই আজ রাতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি হবে চেন্নাইয়ে ঘরের মাঠে। যেখানে দুই ম্যাচেই পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। তাই ধারণা করা হচ্ছে কলকাতার বিপক্ষেও একাদশে সুযোগ করে দেওয়া হবে তাকে।

সেই সম্ভাবনা আরও জুড়াল হচ্ছে কারণ, মুস্তাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী লঙ্কান পেসার মাথিশা পাথিরানা চোটে পড়ায়। সবশেষ ম্যাচেও খেলতে পারেননি তিনি। যার ফলে এ ম্যাচের একাদশে সুযোগ পেতে পারেন মুস্তাফিজ। আর সেটি হলে মুস্তাফিজের জন্য এটি হবে পার্পল ক্যাপ পুনরুদ্ধারের ম্যাচ। কেননা, ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকে গেছেন রাজস্থান র‌য়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল।

সম্পর্কিত খবর