রোহিতকে পাকিস্তানে যেতেই হবে?
ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই আয়োজন সামনে রেখে পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে।
রাজনৈতিক বিরোধের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়েছিল ভারত। অবশেষে হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে মিলে এবারের আসরের আয়োজন করতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। যেখানে বাকি দলগুলো পাকিস্তানে খেললেও ভারত খেলবে দুবাইয়ে।
সাধারণত আইসিসির আর্ন্তজাতিক টুর্ণামেন্টের শুরুতে অংশ নেওয়া সকল দেশের অধিনায়কদের সাথে নিয়ে ট্রফি উন্মোচন করা হয়। যে কারণে দল না গেলেও অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে যেতেই হবে বাবর আজমদের দেশে ।
রোহিতের পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র থেকে বলা হচ্ছে, ‘প্রথমে দল ঘোষণা করা হোক, তারপর আমরা এই বিষয়টা দেখব। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তবে এটাও শোনা যাচ্ছে, রোহিতকে পাকিস্তানে পাঠানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেক সরকারি বিধিনিষেধের মধ্যে থাকতে হবে ভারত অধিনায়ককে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দল ঘোষণা হয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি ভারতের স্কোয়াড। তাদের দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ফাইনাল ৯ মার্চ।