জালালের বক্তব্য ‘সেরা কৌতুক’: সালাউদ্দিন
আগামী মাসের শুরুতে পাঁচ ম্যাচের জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির শুরু থেকেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে চায় বিসিবি। তাই তাকে ফিরতে হবে আইপিএলের মাঝপথে।
মুস্তাফিজের জন্য জিম্বাবুয়ে সিরিজ খেলা ভালো, নাকি আইপিএলে, এ নিয়ে শেষ কিছু দিনে আলাপ কম হয়নি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান তো বলেই ফেলেছিলেন, জিম্বাবুয়ে সিরিজ না খেলে আইপিএলে খেললেই বেশি উপকার হতো মুস্তাফিজের।
তবে তার সে বক্তব্যের সঙ্গে একমত নন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আইপিএল থেকে মুস্তাফিজের আর কিছু শেখার নেই। তিনি বলেন, ‘মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মুস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্যটি নিয়ে করা গণমাধ্যমের ফটো কার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ঠাট্টাচ্ছলে লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি। দুর্দান্ত চিন্তাভাবনা।’ সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন অট্টহাসির ইমোজিও।
এরপরই তিনি জানিয়েছেন, বক্তব্যটাকে কোন চোখে দেখছেন তিনি। লিখেছেন, ‘এখন পর্যন্ত শোনা সেরা জোক। আল্লাহ মাফ করো।’ শেষ করেছেন দুই হাত জোড় করার ইমোজি দিয়ে। এই পোস্ট দিয়ে তিনি অনুচ্চারে ক্রিকেট বোর্ডের চিন্তাভাবনা নিয়েও প্রশ্ন তুলে দিলেন বৈকি!