প্রথম দুই ম্যাচে নেই মুস্তাফিজ?
মুস্তাফিজুর রহমানের আইপিএল ছেড়ে এসে জিম্বাবুয়ে সিরিজ খেলা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়ই বয়ে চলেছে। আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে থাকা এই বোলারকে ১ মে পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি। যে কারণে তাকে আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হবে তাকে।
মে মাসের শুরুতে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ঘরের মাঠে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। সেজন্যেই মূলত ১ মে মুস্তাফিজকে চলে আসতে হবে বাংলাদেশে।
তবে যে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ডাকা হচ্ছে দেশে, সে সিরিজেরও পুরোটা খেলবেন না মুস্তাফিজ। আজ বিষয়টা জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে মুস্তাফিজের প্রয়োজন কি না, সে প্রসঙ্গেই তিনি জানান এ কথা। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জিততে মুস্তাফিজের দরকার, বিষয়টা এমন নয়। জালাল মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টাও বলেছেন। সে হয়তো প্রথম দুই ম্যাচে খেলবেও না!’
বিষয়টা অবশ্য আগেই জানিয়েছিলেন জালাল ইউনুস। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের চিন্তার বিষয় হলো মুস্তাফিজের ফিটনেস। তারা (চেন্নাই সুপার কিংস) চাইবে তার থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মুস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজকে খেলানো না, এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়েই ওকে প্ল্যান দেবো। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।’
যদিও মুস্তাফিজ শেষ কিছু দিনে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং বিভাগে বেশ অনিয়মিত এক মুখ। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে তিনি খেলেছিলেন মোটে দুই ম্যাচ!