যে কারণে কোমরের ওপরের বলে খেলেও আউট কোহলি

যে কারণে কোমরের ওপরের বলে খেলেও আউট কোহলি

বলটা ছিল কোমরেরও ওপরে। তা দিয়ে বিরাট কোহলিকে হকচকিয়ে দিয়েছিলেন হারশিত রানা। ফিরতি ক্যাচটা লুফে নিয়েছিলেন তিনি। তবে আপাত দৃষ্টিতে ‘নো বল’ মনে হলেও কোহলিকে শেষমেশ ফিরে যেতে হয়। তখনই সৃষ্টি হয় প্রশ্ন, কেন এভাবে আউট হতে হলো কোহলিকে?

সিদ্ধান্তটা জানানো হলো যখন, ঠিক তখন বিরাট কোহলির চেনা একটা রূপের দেখা মিলল। সিদ্ধান্তটা মনোপুত না হওয়ায় কোহলি তেড়ে গেলেন আম্পায়ারের দিকে। তবে শেষমেশ তাকে ফিরে যেতেই হলো প্যাভিলিয়নে। 

ইনিংসের তৃতীয় ওভারে শুরু তখন। হারশিত রানার বলটা ফুলটস দিয়েছিলেন কোহলিকে। ৬ বলে ১৮ রান করা কোহলি বলটা ঠিকঠাক খেলতে পারেননি। ক্যাচ দেন রানাকে। 

বলটা স্লোয়ার ছিল। মনে হচ্ছিল বলটা নিচু হয়ে আসবে। যদিও কোহলি যখন বলে ব্যাট ছোঁয়ালেন, তখন বলটা ছিল তার কোমরের ওপরে। 

টিভি আম্পায়ার মাইকেল গফ দেখছিলেন বলটা বৈধ কি না। কোহলির আউটের কারণ হয়ে এসেছে মূলত নতুন হক আই বল ট্র্যাকিং প্রযুক্তি। কোহলি ছিলেন ক্রিজেরও অনেক বাইরে। সে কারণে বলটায় তিনি ব্যাট ছুঁইয়েছেন ১.০৪ মিটার উচ্চতায়। কোহলি যদি নিজের ক্রিজে থাকতেন, তাহলে বলটা ০.৯২ মিটার উচ্চতায় তার কাছে যেত, যা আইনত বৈধ ডেলিভারিই হতো। মূলত সে কারণেই কোহলিকে আউট ঘোষণা করা হয়।

নো বল কি না, তার পরিমাপে আইপিএলে এই মৌসুম থেকেই প্রচলিত হয়েছে এই প্রযুক্তি। যেখানে দেখা হয় পপিং ক্রিজে থাকলে ব্যাটারের কোন উচ্চতায় বলটা তাকে পেরিয়ে যেত। এরপর আমলে আনা হয় ব্যাটারের কোমর সমান উচ্চতা কতটুকু সেটা। যদি বলের উচ্চতা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে এটা নো বল হয়। নাহয় বলটা বৈধই হবে।

এই পদ্ধতিতে বলের ট্র্যাজেক্টরি দেখাচ্ছিল, কোহলি ক্রিজের ভেতরে থাকলে বলটা পেতেন আরও ০.১২ মিটার নিচে। সে কারণেই কোহলি আউট হয়েছেন কোমরের ওপরের বলে ব্যাট চালিয়েও।

সম্পর্কিত খবর