বড় হারের পর আর্মি ক্যাম্পকে দুষলেন পাকিস্তান কোচ

বড় হারের পর আর্মি ক্যাম্পকে দুষলেন পাকিস্তান কোচ

কাকুলে আর্মি ক্যাম্প করা পাকিস্তান ক্রিকেট দল এখন যেন বড্ড ব্যাকুল। একের পর এক ক্রিকেটার পড়ছেন ইনজুরিতে। এল্ক ম্যাচ বাদেই পেসাররা হারালেন ফর্ম। আর এসবেই দায় দেওয়া হলো সেই আর্মি ক্যাম্পকে। গত মাসের শেষ দিকে হওয়া ১০ দিনের সেই ক্যাম্প ক্রিকেটারদের শারীরিকভাবে অনেকটাই ক্লান্ত করে দিয়েছেন বলে মনে করেন পাকিস্তানের নতুন অন্তর্বতীকালীন প্রধান কোচ আজহার মাহমুদ৷

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগেই অনুশীলন চলাকালীন চোট পান উইকেটকিপার ব্যাটার আজম খান। তাকে বিশ্রামে থাকতে হবে দশদিন। মিস করবেন পুরো সিরিজ।

আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মোহাম্মদ রিওজয়ান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন পেলেন চোট। তিনিও উইকেটরক্ষক ব্যাটার। ব্যাটিং করা অবস্থায় রিটায়ার্ড হার্ট হওয়া রিজওয়ান পরে আর ব্যাটিংয়ে ফিরতেই পারেননি। কিউইদের দ্বিতীয় সারির দলে কাছে হারের জন্য রিজওয়ানের ব্যাটিংয়ে ফিরতে না পারাটাকেই দায় হিসেবে দেখছেন ক্যাপ্টেন বাবর। গুঞ্জন আছে এই সিরিজে আর নাও ফিরতে পারেন রিজওয়ান।

ক্রিকেটারদের বার বার এই চোটগ্রস্ত হওয়ার কারণ হিসেবে আজহার মাহমুদ দেখছেন সেই কাকুলের আর্মি ক্যাম্পের অত্যাধিক খাটুনিকে। তিনি বলেন, "খেলোয়াড়েরা কাকুলের ক্যাম্পে (আর্মি ক্যাম্পে) অনেক পরিশ্রম করেছে৷ শারীরিক দিক দিয়েও ক্লান্তি থাকতে পারে।"

এছাড়াও পাকিস্তানের ক্রিকেটারদের বাজে পারফর্ম্যান্সের জন্যও গণমাধ্যমগুলো দায়ী করছে দশদিনের সেই ট্রেনিংকে৷ তাদের যুক্তি ক্রিকেটাররা এখন শারীরিকভাবেই নিজেই পিছিয়ে পড়েছেন অনেকটা। যেটা মাঠের ক্রিকেটেও প্রভাব ফেলছে।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টির ঠিক পরের দিনই হয়েছে সিরিজের তৃতীয় ম্যাচটি। আগে ম্যাচে ৭ উইকেটের জয়ের পর গত রাতের ম্যাচটিতে সমান ৭ উইকেটের ব্যবধানেই হেরেছে পাকিস্তান।

সম্পর্কিত খবর