বিশ্বকাপের ভেন্যু দেখতে মিরপুরে আইসিসির প্রতিনিধি দল

বিশ্বকাপের ভেন্যু দেখতে মিরপুরে আইসিসির প্রতিনিধি দল

প্রায় দশ বছরেরও বেশি সময় পর আবারও কোনো বিশ্বকাপের আয়োজক হতে চলেছে বাংলাদেশ। আসছে সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের ভেন্যু দেখতে আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছে আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। 

গতকাল রোববার প্রতিনিধি দল বাংলাদেশে পা রাখে। এই প্রতিনিধি দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

ঢাকায় পা রাখার পর দিন, আজ সোমবার দলটি যায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। গ্যালারি থেকে বিসিবি একাডেমি মাঠ পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের সবকিছু সূক্ষ্ম নজরদারিতে ছিল তাদের।

বিশ্বকাপের ভেন্যু হিসেবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম তো আছেই, সঙ্গে আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও। মূল বিশ্বকাপ হবে ওখানেই। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনালের আগ পর্যন্ত লড়াইটা হবে সিলেটে। আগামীকাল মঙ্গলবার সেই ভেন্যু সফরে যাবে এই প্রতিনিধি দল।

২০২২ সালে বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় বাংলাদেশ পেয়েছিল ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ব। সে বিশ্বকাপকে সামনে রেখে এখন নিজেদের প্রস্তুত করছে আয়োজকরা।

সম্পর্কিত খবর