না ফেরার সিদ্ধান্তে অটল নারাইন
আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছেন ক্যারিবিয় তারকা সুনীল নারাইন। ব্যাট ও বল হাতে সমান তালে নিজের দারুণ পারফরম্যান্স ধরে রেখেছেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার। তবে এরই মাঝে তিনি ঘোষণা করেছেন যে, ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন না।
আইপিএলে এখন পর্যন্ত তিনি সাত ম্যাচে তুলে নিয়েছেন ৯টি উইকেট। ব্যাট হাতে কলকাতার হয়ে ওপেনার হিসেবে নেমে ১৭৬.৫৪ স্ট্রাইক রেটের সঙ্গে তার ব্যাট থেকে এসেছে মোট ২৮৬ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে তার এমন দুর্দান্ত ফর্ম দেখে সবাই আশায় ছিল যে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামবেন নারাইন। তবে সমর্থক ও ভক্তদের আশাভঙ্গ করলেন তিনি।
নিজের ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে তিনি বলেছেন যে আইপিএলে নিজের খেলা নিয়ে বেশ সন্তুষ্ট তিনি, ‘আমি সত্যি আমার পারফরম্যান্স নিয়ে খুব খুশি। অনেকেই আমাকে শুভকামনা জানাচ্ছেন এবং বলছেন যে আমি যেন অবসর ভেঙে ফেরত এসে বিশ্বকাপে অংশ নিই।‘
তবে এমনটা আর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন নারাইন। তবে তিনি তার দেশকে ও দলের খেলোয়াড়দের মাঠে বসে কাছে থেকেই সমর্থন দিবেন। যারা সাম্প্রতিক সময়ে ভাল খেলা দেখিয়েছে তারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে বলে মনে করেন তিনি। নারাইনের মতে, দলের প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।
‘আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কাউকে আশাহত করতে চাইনা। আমার জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে। তবে আমি ছেলেদের সমর্থন করতে উপস্থিত থাকব। বিগত কয়েক মাস তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা ভাল কিছুর প্রাপ্য।‘