টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান: আফ্রিদি
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে জিতিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পথে গড়েছেন টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানেই মাইলফলক। ছাড়িয়ে গেছেন সতীর্থ বাবার আজম ও বিরাট কোহলিকেও। আর এই কীর্তি গড়তে ৭৯ ইনিংস ব্যাট করতে হয়েছে রিজওয়ানকে। যা বাবার ও কোহলির ৮১ ইনিংসের চেয়ে দুই ইনিংস কম। এমন অর্জনের পর রিজওয়ানকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বলে প্রশংসায় ভাসিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে রিজওয়ানের প্রশংসা করে আফ্রিদি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান রিজওয়ানকে ৩০০০ রানের জন্য শুভকামনা। আপনার প্রভাব খেলাটাকে পরিবর্তন করে দিয়েছে, সন্দেহবাদীদের চুপ করিয়ে দিয়েছেন আপনি। এভাবেই উড়তে থাকুন, আপনি অনেকের জন্য অনুপ্রেরণা।’
টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক গড়লেও শুরুটা আহামরি ছিল না রিজওয়ানের। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং সুযোগ পান। খেলেন ৮৯ রানের ইনিংস। সেই তার ব্যাটে ধারাবাহিকতার শুরু। এরপর ২০২১ সালে ৭৩.৬৬ গড়ে করেছেন ১৩২৬ রান। এরপর কেবলই নিজেকে ছাড়িয়ে যাওয়া।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রিজওয়ান ছাড়াও ৩ হাজার রানের কীর্তি আছে কোহলি, বাবর আজম, রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের।