পরীক্ষা-নিরীক্ষাকে ‘না’ বললেন শান্ত

পরীক্ষা-নিরীক্ষাকে ‘না’ বললেন শান্ত

বিশ্বকাপের আর মাত্র ১ মাস বাকি। এর ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। বিশ্বকাপের আগে ম্যাচ মানেই একাধিক পরীক্ষানিরীক্ষার সম্ভাবনা। তবে সে সব কিছুকেই না বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সবকিছুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা জিততে চান তিনি। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবকিছুর আগে আমি সিরিজটা জিততে চাই। অধিনায়ক হিসেবে আমার প্রথম লক্ষ্য এটাই।’

সামনে বিশ্বকাপ, তার আগে এই সিরিজটাকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ। তবে তাতে খুব বেশি পরীক্ষানিরীক্ষার জায়গা নেই, জানালেন শান্ত, ‘আমাদের ভাবনায় অবশ্যই এটা আছে যে এ সিরিজটা আমাদের প্রস্তুতির প্ল্যাটফর্ম। তবে তার মানে এই নয় যে প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখে আমরা সিরিজটাকে হালকাভাবে দেখব, কিংবা একগাদা পরীক্ষানিরীক্ষা করব।’

পরীক্ষানিরীক্ষার চেয়ে নিজেদের উন্নতিতেই বেশি মনোযোগী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘১৫ সদস্যের এই স্কোয়াডের জিম্বাবুয়েকে হারানোর সামর্থ্য আছে, তাই পরীক্ষানিরীক্ষার খুব একটা দরকার পড়বে না। তাই আমরা চেষ্টা করব নিজেদের কোন কোন জায়গায় উন্নতির করা যায়, যাতে বিশ্বকাপে ভালো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া যায়।’

সম্পর্কিত খবর