আল নাসরে চুক্তি বাড়লো রোনালদোর, পেলেন মালিকানাও!

আল নাসরে চুক্তি বাড়লো রোনালদোর, পেলেন মালিকানাও!

এ মৌসুমেই আল নাসরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে এ মৌসুমেই আল নাসর ছাড়ছেন না পর্তুগিজ এই সুপারস্টার। আল নাসর থেকে যে অফার পেয়েছেন রোনালদো, সে অফার কি আর ফেরানো যায়! আর তাই সৌদি আরবে আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আল নাসরের দেওয়া শতাব্দীর সেরা চুক্তি’ প্রত্যাখ্যান করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

নতুন এই প্রস্তাব অনুযায়ী, রোনালদো যে কেবলমাত্র বিশাল অঙ্কের অর্থই পাবেন এমন না, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও পাবেন তিনি। আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো।

৫% মালিকানার সঙ্গে রোনালদো পাবেন এক মৌসুমে ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা। এই হিসেবে প্রতি মিনিটে রোনালদো আয় করবেন প্রায় ৪৩ হাজার টাকা।

আল নাসরের প্রতি রোনালদোর নিবেদনের কোনো কমতি নেই। সেটা বুঝতে পেরেছে খোদ মালিকপক্ষও। আর এ কারণেই যে কোনো মূল্যে তাকে ধরে রাখার চেষ্টা করছে তারা। টাকা এবং মালিকানার বাইরেও রোনালদোকে ধরে রাখতে তাঁর দেওয়া একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। শর্তটি হলো, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন যা মালিকপক্ষকে রাখতে হবে।

২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতনভাতা মিলিয়ে ২০ কোটি ইউরোয় সৌদি আরবে যান তিনি। তবে সৌদি যাওয়ার পরে এখনও দলকে কোনো শিরোপা জেতাতে পারেননি ৩৯ বছর বয়সী রোনালদো।

সম্পর্কিত খবর