এক নজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

এক নজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

চলতি বছর অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরের গ্রুপ ও সূচি আজ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, বাংলাদেশ পড়েছে বিশ্বকাপের বি গ্রুপে। 

রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ রোববার দুপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মোচন করেছে টুর্নামেন্টের ট্রফিও। 

১০টি দলের এই বিশ্বকাপে সব মিলিয়ে ২৩টি ম্যাচ খেলা হবে। আগামী ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে। এরপর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। 

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচগুলো হবে। আর বিশ্বকাপের মূল ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে। 

এখন পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে আটটি দল। দলগুলো হচ্ছে—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব খেলে উঠে আসবে আরও দুই দল।

 

গ্রুপ এ: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, কোয়ালিফায়ার ১

গ্রুপ বি: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, কোয়ালিফায়ার ২

ফিক্সচার

৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা

৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

৪ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

৪ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড, সিলেট

৫ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৫ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ঢাকা

অক্টোবর ৬: নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

অক্টোবর ৬: ভারত বনাম পাকিস্তান, সিলেট

৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

অক্টোবর ৮: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিলেট

৯ অক্টোবর: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৯ অক্টোবর: ভারত বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

অক্টোবর ১০: দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

১১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, সিলেট

১১ অক্টোবর: পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১, সিলেট

১২ অক্টোবর: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

১২ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ঢাকা

১৩ অক্টোবর: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, সিলেট

১৩ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, সিলেট

১৪ অক্টোবর: ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ২, ঢাকা

১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, সিলেট

১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা

২০ অক্টোবর: ফাইনাল, ঢাকা

সম্পর্কিত খবর