টস জিতল ভারত, ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতল ভারত, ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজটা খুইয়ে বসেছে এক ম্যাচ আগেই। এরপরের ম্যাচেও হার এড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। আজকের ম্যাচটা বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। 

এই লড়াইয়ে শুরুতেই টসে হেরে বসেছে বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর জিতেছেন টসে। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ফলে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ শুরুতে নামছে বোলিংয়ে। 

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মিশন নিয়ে ভারত নেমেছে তাদের চতুর্থ টি-টোয়েন্টির দলটা নিয়েই। দলে একটাও পরিবর্তন নেই। ওদিকে বাংলাদেশে আছে তিন পরিবর্তন। মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলামকে সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে ঢুকেছেন সোবহানা মুস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

বাংলাদেশ একাদশ-
দিলারা আক্তার, সোবহানা মুস্তারি, রুবইয়া হায়দার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিতু মনি, সুলতানা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, শরিফা খাতুন, ফারিহা তৃষ্ণা, স্বর্ণা আক্তার।

ভারত একাদশ-
শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা, দয়ালান হেমালতা, হারমানপ্রীত কর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজনা সঞ্জীবন, পূজা বস্ত্রকর, তিতাস সাধু, আশা, রাধা যাদব।

 

সম্পর্কিত খবর