হারতে ভুলে যাওয়া রংপুরের টানা আট জয়

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৯ পিএম | ১৭ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এ মৌসুমে জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছিল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জয়। সপ্তম স্বর্গ ছুঁয়ে আরও একটা জয় তুলে নিল নুরুল হাসান সোহানের দল। রংপুর জিতল ৩৩ রানে, হেসে-খেলে।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর তুলে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান। এরপর জবাবে নেমে স্বাগতিক চট্টগ্রাম ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১৩১ রান।

এবার টানা অষ্টম জয়ের লড়াইয়ে তারা ১৬৪ রানের পুঁজি সংগ্রহ রংপুর। খুশদিল শাহর ঝোড়ো ফিফটিতে এই স্কোর পায় তারা। জবাবে নেমে অবশ্য কোন রান যোগ করার আগেই চট্টগ্রাম হারায় উসমান খানের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। অধিনায়ক মোহাম্মদ মিথুন ফেরেন ২ রানে। ওপেনার পারভেজ ইমন ২৬ রানে আউট।

কিন্তু এরপরই ইনফর্ম শামীম হোসেন পাটোয়ারি ও নাঈম ইসলাম দেখে শুনে খেলতে থাকেন। তাতেই চিন্তায় পড়ে যায় রংপুরের শিবির। শামীম ৩৮ রান করে ফিরলে পথ হারায় চিটাগং। ম্যাচ থেকেও ছিটকে যায়।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মোহাম্মাদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি রংপুর।দলীয় নয় রানের মাথায় আলিস আল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তৌফিক খান। এরপর স্টিভেন টেইলর ও সাইফ হাসান করেন ৫৪ রানের জুটি।ব্যক্তিগত ১৭ রান করে আলিস আল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন সাইফ।

এরপরের ওভারেই ৩৯ রান করে আউট হন টেইলর।এরপর আর রংপুর বড় কোন জুটি করতে পারেনি। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। তবে উইকেটের এক প্রান্ত থেকে বোলারদের শাসন করে গিয়েছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। দুই ৪ আর ৭ ছয়ে ২৮ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন খুশদিল। শেষে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানে ভর করে ৭ উইকেটে ১৬৪ রান করতে পারে রংপুর। চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও মোহাম্মদ অছিম জুনিয়র নেন ২টি করে উইকেট।

এই হারে চট্টগ্রাম এ অবস্থায় ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।

খেলার দুনিয়া | ফলো করুন :