তানজিদের ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছে বাংলাদেশ

তানজিদের ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছে বাংলাদেশ

প্রথম তিন ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ চতুর্থ ম্যাচে এসে একাদশে বদল আনে তিনটি। জিম্বাবুয়ের কল্যাণে ব্যাটিংটাও পেয়ে যায় শুরুতেই। আগের ম্যাচগুলোতে শুরুর ব্যাটিং দৈন্যদশা ভুলিয়ে দেওয়ার দায়িত্ব পান তানজিদ তামিম ও চোট থেকে ফেরা সৌম্য সরকার।

তবে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হননি তারা। প্রথম দুই ওভার সময় নিয়েছেন। এরপর সৌম্য খোলসে বন্ধী থাকলেও ব্যাট চালিয়েছেন তরুণ তামিম। তাতে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহে জমা হয় ৫৬ রান। যেখানে তামিম একাই করেন ৪০ রান। এরপর সেটাকে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে রূপ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন বড় সংগ্রহের পথে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.৩ ওভার শেষে কোনো উইকেটে না হারিয়ে ৮৭ রান। উইকেটে আছেন তামিম ও সৌম্য। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এদিনও তৃতীয় ম্যাচের মতো টসে জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। লক্ষ্যটা পরিষ্কার বাংলাদেশকে অল্পতে আটকে রেখে সিরিজে ব্যবধান কমানোর। সেই লক্ষ্যে জিম্বাবুয়ের শুরুটা নেহায়েত মন্দ হয়নি। প্রথম দুই ওভারে উইকেটহীন থাকলেও রানের চাকায় লাগাম টেনে ধরতে পেরেছে তারা। বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ১০ রান। এরপর অবশ্য রানের চাকা ঘুরিয়ে যান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা নিজেই।

তার করা তৃতীয় ওভারে ১২ রান তুলেন তামিম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরুর জড়তা কাটিয়ে উঠে এরপর বাকিটা সময় জিম্বাবুয়ে বোলারদের ব্যাট হাতে শাসন করেছেন তিনি। এরপর পেয়ে যান সিরিজের দ্বিতীয় ফিফটিও। যা করতে ৩৪ বল সময় নেন তিনি। শুরুতে রয়েসয়ে খেলা সৌম্যও একটা সময় আগ্রাসী হয়ে উঠতে শুরু করেন। তাতে ছন্নাছাড়া হয়ে গেছে জিম্বাবুয়ের বোলিং লাইনআপ।

সম্পর্কিত খবর