৮ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের জয়টা আসি আসি করছিল শেষ দুই ম্যাচে, হেরেছিল এক অঙ্কের রানে। সে দুই ম্যাচের ফলই অন্যরকমও হতে পারত একটু এদিক ওদিক হলে। অবশেষে বাংলাদেশের বিপক্ষে সে কাঙ্ক্ষিত ফলটা পেয়েই গেল জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশকে হারাল ৮ উইকেটের বিশাল ব্যবধানে। তাতে বাংলাদেশ হোয়াইটওয়াশ করতে পারল না জিম্বাবুয়েকে, সিরিজ জিতল ৪-১ ব্যবধানে।
বাংলাদেশ ম্যাচটা হেরেছে সিকান্দার রাজা আর ব্রায়ান বেনেটের কাছে। দ্রুত এক উইকেট হারানোর পর দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েছেন ৬৬ বলে ৭৫ রানের জুটি। তাতেই ম্যাচের গতিপথ নির্ধারণ হয়ে গিয়েছিল। ৭০ রান করা বেনেটের বিদায়ের পর বাকিটা পথ পাড়ি দিতে জিম্বাবুয়ে অধিনায়ক রাজার সমস্যাই হয়নি তেমন। নিজে অপরাজিত ছিলেন ৭২ রানে। দলকে আট উইকেটের বিশাল জয় উপহার দিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি।
তবে ম্যাচটা বাংলাদেশকে একরাশ দুশ্চিন্তাই উপহার দিয়ে গেল বৈকি। ব্যাট হাতে আজও ব্যর্থ হয়েছে টপ অর্ডার। বাংলাদেশ তাদের শুরুর তিন উইকেট খুইয়েছে মোটে ১৫ রানে। তার ওপর পাওয়ারপ্লে থেকে এসেছে মোটে ৩৩ রান।
এরপর মাহমুদউল্লাহর ৪৪ বলে ৫৪ রানের ইনিংস পরিস্থিতিটা থেকে বাংলাদেশকে উদ্ধার করে খানিকটা। তাকে এ যাত্রায় সঙ্গ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৮ বলে ৩৬ রান করে তিনি দিয়েছেন রানে ফেরার ইঙ্গিত। সাকিব আল হাসান করেছেন ১৭ বলে ২৪ রান। শেষে জাকের আলী অনিকও করেছেন ১১ বলে ২৪ রান। দিনের ইতিবাচক দিক বোধ হয় ইনিংসের এই অংশটাই। সব মিলিয়ে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে ১৫৭ রান, ৬ উইকেট খুইয়ে। যা জিম্বাবুয়ে টপকে যায় হেসে-খেলেই।