কোহলির কাছে এখনও শিখছেন রিজওয়ান
সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন বিরাট কোহলি। যে কোনো তরুণ ক্রিকেটারের কাছেই আইডল। তবে তিনি যে কেবল তরুণদের কাছেই আইডল তা নয়। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমের মতো তারকা ব্যাটারাও এখনও শিখেন কোহলির কাছ থেকে। কোহলিকে নিয়ে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার রিজওয়ান।
সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রিজওয়ান। তার অমন ইনিংসের পরই ১৯৩ রানের লক্ষ্য ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে পাকিস্তান। সিরিজে ফিরেছে সমতা।
এমন ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ব্যাটিং গড়ে বিরাট কোহলিকে প্রায় ছুঁয়ে ফেলেছেন রিজওয়ান। কোহলির ব্যাটিং গড় যেখানে ৫১.৭৫ সেখানে রিজওয়ানের ব্যাটিং গড় ৫০.৩৮। টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়। এর বাইরে রিজওয়ান কোহলিকে ছাড়িয়ে গেছেন টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে।
মাঝে লম্বা সময় ম্যাচ না খেলায় কোহলির অবস্থান যেখানে ৪৭ এ নেমে গেছে, সেখানে রিজওয়ানের অবস্থান তালিকার তিন নম্বরে। তবে তাতে কি, কোহলি যে বিশ্বসেরা। আর তার কাছে যে সবাই শিখে বিষয়টি অকপটে স্বীকার করলেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
রিজওয়ান বলেন, ‘কোহলি সম্পর্কে বলেতে গেলে বলতে হবে তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি।’