শান্ত গাইলেন, ‘শত আশা…’
‘আজ সব পথ পেরিয়ে/শত বাধা এড়িয়ে/লক্ষ্য খুঁজতে চাই…’
বিশ্বকাপের আগে আজই ঢাকায় শেষ দিন বাংলাদেশ ক্রিকেট দলের। দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনও আজই হয়ে গেল। সেই সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা বললেন, তাতে শূন্য ব্যান্ডের ‘শত আশা’ গানের লাইনগুলোই মনে পড়ে গেল।
এই কিছু দিন আগেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শান্ত জানিয়েছিলেন, প্রত্যাশাটা যেন কম রাখা হয় তাদের ওপর। তবে বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে শান্ত কথা বললেন ভিন্ন সুরে, আশার ফানুস ওড়ালেন বিশ্বকাপ নিয়ে।
বিশ্বকাপ নিয়ে মোটা দাগে আশাটা আপাতত ছোট। একে অবশ্য আশা না বলে ‘লক্ষ্য’ বলাই শ্রেয় হয়। আগে দলের লক্ষ্য গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়া। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। এখানে দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নিদেনপক্ষে তিনটা জয় লাগবেই।
আপাতত সেই তিন জয় তুলে নেওয়াই বড় লক্ষ্য, জানালেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাথুরুর কথা, ‘আগে আমরা প্রথম রাউন্ডটা পার করতে চাই।’
অধিনায়ক শান্তও কথা বললেন তারই সুরে। তার কথা, ‘ছোট ছোট পরিকল্পনা নিয়ে আগালে সহজ হয়। খুব দুর্বল গ্রুপ নয়। এটা আগে পার হলে এরপর আবার লক্ষ্য ঠিক করা যাবে।’
তবে গ্রুপ পর্ব নিয়ে তার মূল্যায়ন, জিম্বাবুয়ে সিরিজের আগে যা বলেছিলেন, তাই। তিনি বলেন, ‘এখানে ছোট বড় কোনো দল নেই। নির্দিষ্ট দিনে আমাদের ভালো পারফর্ম করতে হবে। যে এটা করতে পারবে, সে ম্যাচটা সে দল জিতবে।’
পরিশেষে প্রসঙ্গটা উঠে এল তার প্রত্যাশা কমানোর বিষয়েও। সে প্রসঙ্গে শান্ত বললেন, ‘আমি যা বলেছি তারপরও বাংলাদেশের অনেকে প্রত্যাশা করবেই। এমনকি আমরাও করব। আমাদের তো এটাও মনে হয় খুব ভালো পারফর্ম করব এবারের বিশ্বকাপে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। যদিও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে তারও এক সপ্তাহ পর, ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ খেলবে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে। এর এক দিন পর ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার দুই দিন পর ১৩ জুন বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৭ জুন। নেপালের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল।