মেসি ফিরতেই জয় পেল মায়ামি
চোটের কারণে আগের ম্যাচে ছিলেন না ইন্টার মায়ামি তারকা মেসি। দলও পায়নি জয়। এ ম্যাচেও শঙ্কা ছিল মেসির ফেরা নিয়ে। তবে সেই শঙ্কা দূর করে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন মেসি। এমন দিনে জয় পেয়েছে দলও। অবশ্য সেই জয় তুলতে বেশ কাঠখড়ই পুড়াতে হয়েছে মেসির মায়ামিকে। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে এসে কোনোরকমে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছড়তে পেরেছে মায়ামি।
এদিন বল দখলের খেলায় মায়ামি এগিয়ে থাকলেও প্রতিপক্ষ ডি.সি ইউনাইটেডের মনোযোগ ছিল কাউন্টার অ্যাটাকের দিকে। বেশিরভাগ সময় বল ডি.সির রক্ষণে থাকলেও সুযোগ বলে বল নিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দিয়েছে ডি.সি। তাতে অবশ্য গোলের উদ্দেশে শট নেওয়ার বিচারে এগিয়ে থাকলেও জালের দেখা পায়নি তারা।
ম্যাচের ৩৩ শতাংশ বল দখলে রেখে ম্যাচে মোট ১৮টি শট নিয়েছে ডি.সি। এর মধ্যে অন টার্গেট শট ছিল ৩টি। অন্যদিকে মায়ামি ৬৭ শতাংশ বল দখলে রেখে শট নিয়েছে ১০ টি। যার মধ্যে দুটি ছিল অন টার্গেট। আর যার মধ্যে একটিতেই গোল পেয়েছে মায়ামি।
আগের ম্যাচে গোল শূন্য ড্র’য়ের পর মনে হচ্ছিল এ ম্যাচটিও একই পরিণতি দেখতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি ম্যাচের ইনজুরি টাইমে ৯০+৪ মিনিটের সময় লিওনার্দো কাম্পানার বল জালে জড়িয়ে দলকে ম্যাচ জেতান। গোলে তাকে সহায়তা করেছে সার্জিও বুস্কেটস। এ জয়ে ৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিলে টেবিলের শীর্ষে আছে মায়ামি। তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আছে চিনচিনাটি।