কনস্টাসের সঙ্গে আলোচনায় বাংলাদেশি কোচ তাহমিদও

কনস্টাসের সঙ্গে আলোচনায় বাংলাদেশি কোচ তাহমিদও

ভারতের বিপক্ষে এমসিজিতে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে টেস্ট খেলতে নেমে তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সি ওপেনার হিসেবে ইতিহাস গড়েছেন। ১৯২৯ সালে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে টেস্ট অভিষেকের রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন।

অভিষেক ম্যাচেই কনস্টাস নজর কাড়েন ৬৫ বলে ৬০ রানের ইনিংসে। তার এই কৃতিত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার ব্যক্তিগত কোচ তাহমিদ ইসলাম, যিনি একজন বাংলাদেশি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, কনস্টাসকে মেলবোর্নে তার ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি।

ফলে কনস্টাসের ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদ ইসলাম এই দায়িত্ব পালন করছেন। তাহমিদ বাংলাদেশি বংশোদ্ভূত এবং সিডনিতে বসবাস করেন। তিনি শেন ওয়াটসনের সঙ্গে কনস্টাসের উন্নতিতে কাজ করেছেন।

তাহমিদ এই প্রসঙ্গে বলেন, ‘আমি তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। আমাদের তিনজনের সম্মিলিত পথচলাটা দুর্দান্ত।’

দ্য এজ আরও জানিয়েছে, তাহমিদ বাংলাদেশের নেটে ২০১৫ বিশ্বকাপে বল করেছিলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে এরপর তিনি বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাম লেখান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি তেমন। এরপর তাহমিদ মন দেন কোচিংয়ে। শেন ওয়াটসনের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও কাজ করেছেন।

সম্পর্কিত খবর