চ্যাম্পিয়ন কলকাতা ছাড়াও কে পেল কত টাকা?
আইপিএল মানেই টাকার ঝনঝনানি। সেটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। টিভি স্বত্ত্ব, ক্রিকেটারদের দাম, প্রাইজমানি, স্পন্সরশীপসহ সবকিছুতেই টাকার খেল চলতেই থাকে। দিনে দিনে সেটা খুব স্বাভাবিকভাবেই বাড়ছে। চলুন জেনে আসা যাক চলতি আসরে প্রাইজমানি কেমন ছিল। কে কত টাকা পেল। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কত পেল।
আইপিএলের এবারের আসরে অংশ নেওয়া দশ দলের জন্য মোট অংশগ্রহণ ফি বরাদ্দ ছিলো সাড়ে ৪৬ কোটি ভারতীয় রুপি। বাংলা টাকায় যেটা ৬৫ কোটি, ৬৮ লাখ টাকা প্রায়।
যেখানে চ্যাম্পিয়ন কলকাতা পেয়েছে ২০ কোটি রুপি। টাকায় যেটা ২৮ কোটি ২৫ লাখ টাকা। এদিকে রানার্স-আপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে সাড়ে ১২ কোটি রুপি। টাকায় যেটা ১৭ কোটি ৬৬ লাখ টাকা।
আসরের তৃতীয় দল রাজস্থানের একাউন্টে ঢুকেছে সাত কোটি রুপি বা নয় কোটি ৮৮ লাখ টাকা। চতুর্থ হওয়া আরসিবি পেয়েছে ছয় কোটি রুপি বা প্রায় সাড়ে আট কোটি টাকা।
বল হাতে ১৭ উইকেট আর ব্যাট হাতে ৪৮৮ রান করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে সুনীল নারাইন। হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। এছাড়াও জিতেছেন আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার। দুটোর জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ রুপি। সবমিলিয়ে প্রায় ২৮ লাখ ২৫ হাজার টাকা।
সর্বোচ্চ ৭৪১ রান করা বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জেতার পাশাপাশি পেয়েছেন ১০ লাখ রুপি। টাকায় যেটা ১৪ লাখ ১২ হাজার টাকা।বল হাতে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে পাঞ্জাবের হার্শাল প্যাটেলও পেয়েছেন কোহলির সমান ১৪ লাখ ১২ হাজার টাকা।
আসরের সর্বোচ্চ ৪২ ছক্কার জন্য অভিষেক শর্মাও পেয়েছেন কোহলি-হার্শালদের সমান অ্যামাউন্ট। সর্বোচ্চ ৬৪ চারের জন্য ট্রেভিস হেডও পেয়েছেন সমান অংকের রুপি। সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন তাদেরই টিমমেট নিতিশ কুমার রেড্ডি। তাদের দল সানরাইজার্স হায়দরাবাদও দশ লাখ রুপি পেয়েছে ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডের জন্য। বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অব দ্য সিজন জিতেছে তাদের ভেন্যু রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এতে তারা জিতেছে ৫০ লাখ রুপি।
এছাড়া ১০ লাখ রুপি পেয়েছেন কলকাতার রামানদ্বীপ সিং। উপলক্ষ আসরের সেরা ক্যাচ। সুপার স্ট্রাইকার অব দ্যা সিজনের জন্য ১০ লাখ রুপি পেয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। ফাইনালে ম্যাচসেরা হয়ে মিচেল স্টার্ক পেয়েছেন ৫ লাখ রুপি। মানে সাত লাখ ৬১ হাজার টাকা। সঙ্গে আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য পেয়েছেন এক লাখ রুপি। মানে এক লাখ ৪১ হাজার টাকা। এছাড়াও ফাইনালের অন্যান্য অ্যাওয়ার্ডগুলোর এমাউন্টও ছিলো এক লাখ রুপি করে।