অনেক নাটকের পর রঞ্জিতে রোহিত
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। আগামী ২৩ জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু এই ম্যাচে খেলবেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার সময় এ বিষয়ে কথা বলেন রোহিত। যখন তাকে ঘরোয়া ক্রিকেটে তার অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়, রোহিত স্পষ্ঠ উত্তর দেন, ‘হ্যাঁ, আমি খেলব।’
বর্ডার-গাভাস্কার ট্রফিতে খারাপ খেলায় আগেই মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়ে একদিন খেলোয়াড়দের সাথে অনুশীলন সেরেছেন রোহিত। যেখানে তিনি ২৩ জানুয়ারি ম্যাচ শুরু হওয়া পর্যন্ত দলের সাথে অনুশীলন চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে যে, রঞ্জি ম্যাচের আগামী ২০ জানুয়ারি জন্য দল নির্বাচন করা হবে। যদি শেষ পর্যন্ত রোহিত খেলেন তাহলে তিনি হবেন প্রথম আন্তর্জাতিক তারকা, যিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জারিকৃত নির্দেশিকা মেনে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
এর আগে গত শুক্রবার সব খেলোয়াড়কে বাধ্যতামুলকভাবে ঘরোয়া আসর খেলতে হবে বলে নির্দেশনা দিয়েছিলো বোর্ড। নির্দেশের পর রোহিতের পাশাপাশি ঋষভ পন্ত, শুভমান গিল, এবং যশস্বী জয়সওয়ালরাও তাদের নিজ নিজ রাজ্য দলের হয়ে খেলতে নামবেন, যদিও তারা জাতীয় দলে নিয়মিত না। সর্বশেষ ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে নেমেছিলেন রোহিত, তার পর প্রায়ই এক যুগ পার হয়ে গেলেও তাকে আর রঞ্জিতে দেখা যায়নি।