ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনেই অবদান রাখতে চান রিশাদ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা হারলেও শেষ ম্যাচে মান বাঁচিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের ৬ উইকেটের দারুণ স্পেলের পর ব্যাটিংয়ে সৌম্য-তানজিদের তাণ্ডবে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জেতে সফরকারীরা। তবে সেই ম্যাচে কিপটে ইকোনমির রেকর্ড গড়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
৪ ওভার বল করে উইকেট একটি নিলেও রান দিয়েছেন স্রেফ ৭। বাংলাদেশি বোলার হিসেবে যেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ড। লেগ স্পিনের খরা কাটিয়ে ধীরে ধীরে পরিপূর্ণতার পথে এগোনো এই তরুণ ব্যাটটাও চালাতে পারেন বেশ ভালো। তবে স্রেফ ব্যাটে-বলের অলরাউন্ড পারফর্মই নয় ব্যাট-বল-ফিল্ড তিনেই নিজেকে আসছে বিশ্বকাপে মেলে ধরতে চান রিশাদ।
বিশ্বকাপে আগে নিজেদের ক্রিকেটারদের ভাবনা নিয়ে ‘দ্য গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। সেখানে সবশেষ কথা বলেছেন রিশাদ। এবং বিশ্বকাপে কেমন পারফর্ম করতে চান সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম যে দলের প্রতি আমি ব্যাটি, বোলিং, ফিল্ডিং তিন দিকেই অবদান রাখতে চাই। ক্রিকেট খেলা যখন শুরু করেছিলাম তখন লেগ স্পিনার ছিলাম, কিন্তু মনে মনে ভেবেছিলাম দেশকে কিছু দিতে হলে আমাকে তিন সাইড থেকেই দিতে হবে। তিন সাইড থেকে দিতে গেলে আমাকে পরিশ্রমটাও সেভাবে করতে হবে। আমি চেষ্টা করেছি তাই ব্যাটিংটা একটু ইম্প্রুভ করার জন্য।’
বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারে নিঃসন্দেহে যেকোনো ক্রিকেটারের জন্য গর্বের। রিশাদের জন্যও বিষয়টি তেমন কিছুই। এতে সেখানে নিজের সর্বোচ্চটাই দিতে চান রিশাদ। ‘এটা সবার জন্যই সারাজীবনের সবচেয়ে বড় অর্জন। সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। তাই চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার।’
এখন পর্যন্ত সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন রিশাদ। সেখানে ১৯টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।