ছক্কা মারার সময় বোলার দেখেন না রিশাদ

ছক্কা মারার সময় বোলার দেখেন না রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১৫ স্বপ্ন সারথির একজন রিশাদ হোসেন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছেন তিনি। দলে তার ভূমিকা লেগ স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করা। তবে এর বাইরেও নিজের দিনে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ঘুম হারাম করে ফেলতে পারেন রিশাদ। হাঁকাতে পারেন বিশাল সব ছক্কা। এই ছক্কার রহস্যের কথা রিশাদ জানিয়েছেন বিসিবির গ্রিন রেড স্টোরিতে দেওয়া সাক্ষাৎকারে।

রিশাদের ব্যাটিং তাণ্ডব দেখা গেছে শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন রিশাদ। যেখানে তার ইনিংসে কোনো চার না থাকলেও ছক্কা ছিল ৭টি। অর্থাৎ চারের চেয়ে ছক্কা হাঁকাতেই বেশি পছন্দ করেন রিশাদ। শুধু ওই ইনিংসটিই নয় শ্রীলঙ্কার বিপক্ষে হারতে বসা ওয়ানডেতে শেষদিকে নেমে লঙ্কানদের সেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তুলোধুনো করেছেন রিশাদ। ১৮ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ছিলেন বাংলাদেশকে। যেখানে ছক্কা ছিল ৪টি।

ছক্কা হাঁকানোর রহস্যের ব্যাপারে রিশাদ বলেন, ‘সব ব্যটারই চায় বড় বড় শত খেলতে। তবে নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট ছক্কা মারার জন্য। আমিও চেষ্টা করি সেটাই, বোলার দেখি না আমি শুধু বল বাই বল দেখি আরকি।’

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে কন্ডিশনটা হয়ে উঠেছে অতি গুরুপ্তপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হারের পরও অজুহাত হিসেবে বলা হয়েছে কন্ডিশনের কথা। তবে কন্ডিশন নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না রিশাদ। বলেন, ‘কন্ডিশন যেমনই হোক, আমাদের সামর্থ্য যা আছে ডেলিভারি করতে হবে। চেষ্টা করব আমরা আপাতত কন্ডিশন নিয়ে না ভাবার আরকি।’

সম্পর্কিত খবর