বিশ্বকাপের আগে খেলতে নামছেন অজি কোচিং স্টাফরা

বিশ্বকাপের আগে খেলতে নামছেন অজি কোচিং স্টাফরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছেছে অস্ট্রেলিয়া দলের এক অংশ। যেখানে কোচিং স্টাফদের সঙ্গে রয়েছে ৯ ক্রিকেটার। দ্বিতীয় ধাপে বাকি ক্রিকেটাররা ফেরার পর ৬ জুন বিশ্বকাপের মূল লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া দল।

তবে তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ থাকায় সেখানে ১১ জন ক্রিকেটার নামাতেই হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আর এই সমস্যা তৈরি হয়েছে আইপিএলের কারণে। আইপিএলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশে ফিরেছেন।

বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ মে নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে সমস্যা হলো ম্যাচে খেলার জন্য ১১ জন ক্রিকেটার নেই তাদের দলে। দলে ৯জন ক্রিকেটার থাকলেও চোটে ভুগছেন অধিনায়ক মিচেল মার্শ। ফলে দল নেমে এসেছে ৮ জনে। তাই বাধ্য হয়ে কোচিং স্টাফদের মাঠে নামাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আর এই ম্যাচে মাঠে নামার কথা রয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্র্যাড হজ, আন্দ্রে বোরোভেচ ও জর্জ বেইলির।

অবশ্য প্রস্তুতি ম্যাচ হওয়ায় মাঠে নামতে কোনো সমস্যা নেই তাদের। আইসিসির নিয়মঅনুযায়ী, প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে এমন খেলোয়াড়দের মাঠে নামতে হবে যারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক। এক্ষেত্রে ১৫ জনকেই খেলানো যেতে পারে। আর ওই চারজনই অজি হওয়ায় খেলতে কোনো বাধা নেই তাদের।

ক্রিকেটারদের সঙ্কটের কথা স্বীকার করেছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড় সংকট থাকবে। কিন্তু এটা প্রস্তুতি ম্যাচ। আমাদের নমনীয় হওয়া জরুরি। যারা আইপিএলে ছিল তারা অনেক ক্রিকেট খেলেছে এর মাঝে। আমরা তাদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করা, চাঙ্গা হওয়া আর বিশ্বকাপের লম্বা সূচির জন্য তৈরি হওয়ার ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি।’

সম্পর্কিত খবর