আইপিএলের সেরা একাদশে কলকাতার ৪, হায়দরাবাদের শূন্য
এবারের আইপিএলে ভয়ঙ্কর এক দল ছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ফাইনালে এসে ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করতে হয়েছে তাদের। তবে মৌসুম জুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে মন জয় করেছে সবার। ব্যাটিংয়ে বেশ কিছু রেকর্ডও গড়েছে দলটি। তবে শেষ পর্যন্ত ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর গড়া আইপিএলের সেরা একাদশে জায়গা হয়নি দলটির কোনো ক্রিকেটারের। ইমপ্যাক্ট সাব নিয়ে দলের সংখ্যাটা ১৩ জনের।
এই দলে শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্স থেকে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। এর বাইরে রাজস্থান থেকে ৩ জন। দু জন করে সুযোগ পেয়েছেন বেঙ্গালুরু ও দিল্লি থেকে। ১ জন করে রাখা হয়েছে মুম্বাই ও লক্ষ্ণৌ থেকে। হায়দরাবাদের মতো জায়গা হয়নি পাঞ্জাব, গুজরাট ও চেন্নাইয়ের কোনো ক্রিকেটারের। দলকে নেতৃত্ব দেবেন সাঞ্জু স্যামসন।
টপ অর্ডারে জায়গা পেয়েছেন দারুণ ছন্দে থাকা সুনীল নারিন, বিরাট কোহলি, সাঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের।
মিডল অর্ডারে রাখা হয়েছে নিকোলাস পুরান, ট্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেলকে। বোলার হিসেবে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব, হার্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ ও সন্দীপ শর্মাকে। এর বাইরে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে রজত পাতিদার ও ভরুন চক্রবর্তীকে।
টিম অফ দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি, সুনীল নারিন, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, নিকোলাস পুরান, ট্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল,কুলদীপ যাদব, হার্ষিত রানা, জাসপ্রিত বুমরাহ, সন্দীপ শর্মা, রজত পাতিদার ও ভারুন চক্রবর্তী।