বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ৬ জুন বাংলাদেশের বিপক্ষে বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচটা খেলবে সকারুজরা। প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের জালে ৭টি গোল জড়িয়েছিল দলটা।
প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে থাকা স্কোয়াডের অর্ধেক মুখই বদলে গেছে এবার। নিজেদের মাঠে বাংলাদেশ চাইবে তাদের বিপক্ষে আরও একটা লজ্জার হার ঠেকাতে। দলের মিডফিল্ডার সোহেল রানা জানিয়েছিলেন, ‘সবাই জানে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু আমাদের সবাই এখন তাদের মুখোমুখি হতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার আমি পার্কে গত বছরের ওই ম্যাচের পুনরাবৃত্তি যেন আগামী বৃহস্পতিবারের ম্যাচে না হয় তার বিষয়ে সতর্ক সোহেল রানারা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় যা হয়েছে, তার পুনরাবৃত্তি ঘরের মাঠে হোক, তা চাই না। আমরা আমাদের মাঠে ভালো পারফর্ম করতে পারি। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে তাদের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারব, এই আত্মবিশ্বাসটা আছে। মেলবোর্নের ঠাণ্ডায় আমাদের বেশ সমস্যা হয়েছিল আগের ম্যাচে।’
এই ম্যাচ খেলে বাংলাদেশ চড়বে কাতারের বিমানে। সেখানে আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা।