হামজার পথ ধরে এবার জায়ান?

হামজার পথ ধরে এবার জায়ান?

বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের জন্য বাংলাদেশ ফুটবল দলের দরজা উন্মুক্ত। এই সুযোগকে কাজে লাগাতে আমেরিকান প্রবাসী ২০ বছর বয়সী ফুটবলার জায়ান আহমেদ প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জায়ান। বাফুফের কাছে আগে থেকেই জায়ানের জীবন বৃত্তান্ত এবং খেলার ভিডিও ছিল।

আগামী সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে ট্রায়ালের মাধ্যমে জায়ানকে পরখ করা হবে। এর আগে জন্ম নিবন্ধন ও পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর।

ট্রায়ালে নিজেকে প্রমাণের ব্যাপারে আশাবাদী জায়ান বলেন, ‘আমি একটু সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। ট্রায়ালে সেরাটা দিয়ে দলে জায়গা পাব বলে আশা রাখি।’ তার বাবা শরীফ আহমেদ বলেন, ‘জুলাই-আগস্টের আগে পাসপোর্টের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে ফেডারেশন সহযোগিতা করবে।’

আমেরিকায় জন্ম হলেও জায়ানের স্বপ্ন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা। সাবেক ফুটবলার বাবা শরীফও চান ছেলের স্বপ্ন বাস্তবায়িত হোক। বর্তমানে আমেরিকার ভার্জিনিয়ায় শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছেন জায়ান।

এর আগে লাল-সবুজের জার্সিতে খেলার অনুমতি পান বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। দীর্ঘ প্রচেষ্টার পর লেস্টার সিটির মিডফিল্ডার হামজা ফিফার অনুমতি পান। আগামী মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে বড় স্বপ্ন দেখাচ্ছে।

সম্পর্কিত খবর