‘পাথরের আঘাতে পিষ্ট পাকিস্তান’
বিশ্বকাপে এসে আফগানদের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের প্রথমবারের মতো হেরেছে পাকিস্তান। আফগানরা ম্যাচ জিতেছে ৮ উইকেট হাতে রেখে। এমন হারে শঙ্কায় পড়ে গেছে দলটির সেমিফাইনাল খেলার স্বপ্ন। যা নিয়ে বাবরদের রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সে তালিকায় এবার যুক্ত হয়েছেন রমিজ রাজাও। তার মতে আফগানদের বিপক্ষে এই হারের পর পাথরের আঘাতে পিষ্ট হয়েছে পাকিস্তান।
আফগানদের বিপক্ষে হার নিয়ে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘পাকিস্তানকে অনেক সমস্যা মোকাবেলা করতে হবে। বাবর আজমকে কৌশলগতভাবে অনেক উন্নতি করতে হবে। হাসান আলি ইনিংসের শেষ দিকে দারুণ বল করছিলেন। সেই পর্যায়ে সমীকরণ ছিল প্রতি বলে রান করতে হতো। পাকিস্তানের প্রয়োজন ছিল উইকেট, এবং হাসান আলিকে দেখে মনে হচ্ছিল তিনি উইকেট নেওয়ার খুব কাছাকাছি আছেন। তখন অন্যপ্রান্তে একজন স্পিনারকে বল করার কী দরকার ছিল?’
আফগানদের বিপক্ষে ম্যাচ হারের পর বাবরের বিপর্যস্ত চেহারা নিয়েও কথা বলেছেন রমিজ, ‘এই বিশ্বকাপে পাকিস্তানের জন্য এটি একটি বিশাল বিপর্যয় ছিল। আফগানিস্তানের কাছে হেরে যাওয়া খুব খারাপ হবে। আমি যখন বাবর আজমের সাক্ষাৎকার নিয়েছিলাম তখন তার মুখে হতাশার ছাপ পড়েছিল। পাকিস্তান এর আগে কখনো এমন আশ্চর্যজনক হারের মুখোমুখি হয়নি।’
এমন হারের পর প্রশ্ন উঠেছে বাবরের নেতৃত্ব নিয়ে। রমিজ নিজেও মানছেন অধিনায়কত্ব ধরে রাখতে হলে প্রমাণ করতে হবে বাবরকে। রমিজ বলেন, ‘এই বিশ্বকাপের পরে, এই দলের ডিএনএ পরিবর্তন করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে হবে। তাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, নতুন প্রতিভা এবং নতুন ধারণার পরিপ্রেক্ষিতে একটি সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন। আমাদের প্রতিটি দিকেই উন্নতি করতে হবে। পাকিস্তান পাথরের আঘাতে পিষ্ট হচ্ছে। বাবর আজমকে এই সমস্ত কিছুর মধ্যেও নিজেকে এগিয়ে নেওয়া এবং নিজেকে একজন নেতা হিসাবে প্রমাণ করতে হবে।’