বৃষ্টি বিলম্বিত ভারত-কানাডা ম্যাচ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ (শনিবার) রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামার কথা কানাডার। কিন্তু বৃষ্টি হওয়ার ফলে এখনও শুনায়নি মাঠের আউটফিল্ড। ফলে ম্যাচের টসই এখনো করা হয়নি। আম্পায়ার এবং ম্যাচ রেফারি মাঠ পর্যবেক্ষণ করছেন। আবহাওয়া খেলার উপযোগী মনে হলেই মাঠে গড়াবে টস।
এই ম্যাচটিকে মূলত বলা যায় শুধুই নিয়মরক্ষার। কারণ গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দুই দল ভারত এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সুপার এইটে জায়গা করে নিয়েছে। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে গ্রুপে শীর্ষে আছে রোহিত-কোহলিরা। চার ম্যাচে ৫ পয়েন্টের সঙ্গে দ্বিতীয় অবস্থানে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
তিন ম্যাচে এক জয় নিয়ে বর্তমানে নিজেদের গ্রুপের চতুর্থ স্থানে আছে কানাডা। আজকে ভারতকে হারিয়ে দিলেও তারা সর্বোচ্চ পাকিস্তানকে টপকে তৃতীয় স্থান দখল করতে পারবে। তাই চলতি টুর্নামেন্টে এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না বললেই চলে।