অস্ট্রেলিয়া সুপার এইটে গেল ইংল্যান্ডকে নিয়েই

অস্ট্রেলিয়া সুপার এইটে গেল ইংল্যান্ডকে নিয়েই

দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও স্বস্তিতে অতটা ছিল না। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে ছিল। তাদের সুপার এইটে যেতে হলে অস্ট্রেলিয়াকে জিততেই হতো স্কটিশদের বিপক্ষে।

ইংলিশদের প্রতিবেশীদের শেষমেশ হারিয়েছে অজিরা। তাদের ৫ উইকেটের জয়ে ইংল্যান্ডের কপাল খুলল বৈকি, ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তারা চলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে। 

স্কটিশরা যেভাবে শুরু করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাতে ইংলিশদের ভয় লেগে যাওয়ারই কথা। জর্স মানজির ৩৫, ব্রেন্ডন ম্যাকমিউলেনের ৩৪ বলে ৬০ রানের ইনিংসে ভর করে বড় রানের ভিত পেয়ে গিয়েছিল স্কটল্যান্ড। শেষ দিকে রিচি বেরিংটনের ৩১ বলে ৪২ রানের ইনিংসে ভর করে দলটা পেয়ে যায় ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি। 

জবাবে অস্ট্রেলিয়া শুরুটা করেছিল বেশ ঢিমেতালে। ট্র্যাভিস হেড ৬৮ করেছিলেন বটে, কিন্তু তা তিনি করেছেন ৪৯ বল খেলে। যার ফলে ১৩তম ওভার শেষেও অস্ট্রেলিয়ার রান ছিল মোটে ১০০র আশেপাশে। এরপরই সামনে চলে এলেন মার্কাস স্টয়নিস আর টিম ডেভিড। ২৯ বলে ৫৯ রান করা স্টয়নিস ফিরলেও ডেভিড ২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। দলকে ৫ উইকেটের জয় এনে দিয়ে তবেই থেমেছেন তিনি। 

অস্ট্রেলিয়ার এই জয়ের ফলে ইংল্যান্ড চলে গেল সুপার এইটে। শেষ দুই ম্যাচে বিশাল জয়ে তারা স্কটিশদের চেয়ে নেট রান রেটে অনেক এগিয়ে ছিল। ফলে আজ স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্টে সমতা আসতেই নিশ্চিত হয়ে গেছে তাদের শেষ আটে খেলা। 

 

সম্পর্কিত খবর