জাতীয় দলকে বিদায় বললেন ভিসা
শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছিল নামিবিয়া। নামিবিয়ার সুপার এইটের আশা আরও আগে শেষ হয়ে গেলেও সম্ভাবনা জিইয়ে রেখেছিল ইংলিশরা। এই ম্যাচে জয়ই ছিল তাদের একমাত্র লক্ষ্য, যা তারা অর্জনও করেছে দাপটের সঙ্গেই।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ নামিয়ে আনা হয়েছিল ১০ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছিল জশ বাটলারের দল। জবাবে ব্যাট হাতে সফল হতে পারেনি নামিবিয়া, ৮৪ রানেই থামে তাদের ইনিংস। পরাজয়ের এই ম্যাচে নিজের বিদায়ের ঘোষণাও দিয়ে দিলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসা।
ম্যাচ শেষে ভিসা বলেছেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও দুবছর বাকি। এখন আমার বয়স ৩৯ বছর। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমার খুব বেশি অবশিষ্ট আছে বলে মনে হয় না। এখনো খেলতে পছন্দ করি, হয়তো আরও দুই বছরের মতো খেলব। মনে হয় এখনো অবদান রাখতে পারি, অনেক খেলা বাকি। তবে নামিবিয়ার হয়ে আমার ক্যারিয়ার শেষ করতে এর চেয়ে ভালো জায়গা কোথায় পাব।’
দল এদিন জয় না পেলেও ব্যাট হাতে দারুণ খেলেছেন ভিসা। ১২ বলের ২৭ রান এসেছে তার ব্যাট থেকে। ব্যাটিংয়ের আগে বোলিংয়েও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ছিলেন তিনি। ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ফিল সল্টের উইকেট তুলে নিয়েছেন।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভিসার। ২০১৬ সাল পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ২৬টি ম্যাচ খেলেন তিনি। বাবার জন্মসূত্রে নামিবিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২০২১ সালে। সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নামিবিয়ার হয়ে অভিষেক হয় তার। নামিবিয়ার জার্সি গায়ে ৩৪টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন ভিসা। নামিবিয়ার হয়ে সীমিত ওভারে ৭৬০ রান করার পাশাপাশি নেন ৪১টি উইকেট।