কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে যা বললেন কোচ
সবশেষ আইপিএল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আইসিসির টুর্নামেন্টে যে কোহলি ছিলেন বিপক্ষ দলের জন্য আতঙ্কের নাম, সেই তিনিই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে নিষ্প্রভ। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান!
কোহলির এই ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চিন্তিত তার সমর্থক এবং ক্রিকেট বিশ্লেষকরা। তার ভক্তরা মুখিয়ে আছেন কোহলির ব্যাটে আবারও হুংকার দেখার জন্য।
কোহলির এই বাজে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যদিও চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। তাদের বিশ্বাস যে খুব শীঘ্রই নিজের পুরোনো দাপুটে রুপে ফেরত আসবেন এই ব্যাটার।
শনিবার রাতে ভারত-কানাডার ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ‘কোহলিকে নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হয় যে সে ভালো করছে কি না। তখন আমি একটাই কথা বলতে চাই যে, চিন্তার কিছু নেই। কোহলি ফর্মে ফিরে এসেছেন। আইপিএল থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন এবং বলতে পারি যে সে ভালো ব্যাটিং করছে।’
হারানো ফর্ম দিরে পাবেন কোহলি এই আশ্বাস দিয়ে কোচ আরও বলেন, ‘সে আরও ভালো ব্যাট করার জন্য ক্ষুধার্ত এবং এর জন্য প্রস্তুত। আমি মনে করি এটা একজন ব্যাটসম্যান হিসেবে ভালো দিক। আমরা আসন্ন কিছু ভালো ম্যাচের জন্য প্রস্তুত। আমরা তার কাছ থেকেও কিছু ভালো ইনিংস আশা করছি।’