ডু অর ডাই ম্যাচের আগেই ঈদের নামাজ সারলেন শান্তরা

ডু অর ডাই ম্যাচের আগেই ঈদের নামাজ সারলেন শান্তরা

নেপালের বিপক্ষে কাল সকালে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে কাল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাও। যদিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ম্যাচের ঠিক আগেই ঈদের নামাজ আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

পরিকল্পনাটা অবশ্য এমন ছিল না। সূচি অনুযায়ী সেন্ট ভিনসেন্টের মসজিদেই কাল ঈদের নামাজ আদায় করার কথা বাংলাদেশ দলের। তবে কালকের ম্যাচের পর দলের গন্তব্য হবে কোথায়, ফ্লাইটের সূচি মিলবে কখন, এ নিয়ে অনিশ্চয়তা আছে অনেক। সে কারণে আজই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। 

বাংলাদেশ বর্তমানে যেখানে আছে, সেই সেন্ট ভিনসেন্টে মসজিদ একটা আছে বটে। সেখানে শুরুর পরিকল্পনায় নামাজ আদায় করতে গেলে বাংলাদেশকে স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু অনিশ্চয়তার কথা মাথায় রেখে সে ভাবনা থেকে সরে আসতে হয়েছে।

সেটা করার ফলে বাংলাদেশকে আজ নিজেদের টিম হোটেলেই নামাজ আদায় করতে হয়েছে। স্থানীয় এক ইমামকে ডেকে এই নামাজ আদায়ের ব্যবস্থা করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 

কাল সকালে বাংলাদেশের নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে জয়টা তুলে নিলেই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে দলের। সেটা হলে যে ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর