টস জিতল নেপাল, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতল নেপাল, ব্যাটিংয়ে বাংলাদেশ

নেপালের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ আজ। জিতলেই সুপার এইট নিশ্চিত। হারলে নিজেদের ভাগ্য ঝুলে যাবে আরও এক ঘণ্টার জন্য। 

পবিত্র ঈদ উল আজহার দিনে এই ম্যাচের টস ভাগ্যটা অবশ্য সঙ্গ দেয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। নেপাল জিতেছে টসে। সঙ্গে সঙ্গে দলটির অধিনায়ক রোহিত পোড়েল বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। 

নিজেদের আগের ম্যাচে বাংলাদেশ যে একাদশ নিয়ে নেমেছিল মাঠে, তাদের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। কোনো পরিবর্তন আসেনি একাদশে। ফলে টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। 

বাংলাদেশ একাদশ–

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

সম্পর্কিত খবর