১ যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন তানজিম সাকিব
সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়াটাই হতো না তার। শরিফুল ইসলামের চোটে দলে এসেছিলেন। তবে আসার পর থেকে যেমন পারফর্ম করে যাচ্ছিলেন তাতে দলে জায়গাটা পাকাই করে ফেলেছিলেন তানজিম হাসান সাকিব। সে পারফর্ম্যান্সটা নেপালের বিপক্ষেও ধরে রেখেছেন তিনি। আজ রীতিমতো রেকর্ডই গড়ে ফেলেছেন তিনি।
নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি পেয়েছে মোটে ১০৬ রানের। সে পুঁজি রক্ষা করতে আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতেই তার হাতে বল তুলে দিয়েছিলেন।
শুরুর ওভারটা ‘ভালো’ হয়নি তার। দিয়েছিলেন ৫ রান। তবে এরপরের ওভার থেকে তিনি যা করেছেন, তা দলকে তো উড়ন্ত সূচনা এনে দিয়েছেই, তাকেও নিয়ে গেছে ইতিহাসের পাতায়।
শুরুটা অবশ্য ওই প্রথম ওভারেই হয়েছিল। তৃতীয় বৈধ বল থেকে পরের ১৮ বলে প্রতিপক্ষকে কোনো রান দেননি তানজিম। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পরের তিন ওভার মিলিয়ে তিনি রান দিয়েছেন মোটে ২। সব মিলিয়ে তিনি তার কোটা শেষ করেছেন ২১টা ডট বল নিয়ে। তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডটা এখন হয়ে গেছে তার।
২০১২ বিশ্বকাপে অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে ২০টা ডট বল দিয়ে রেকর্ডটা গড়েছিলেন। এরপর এবারের বিশ্বকাপে এই রেকর্ডটা তিন বার ছুঁয়েছেন তিন বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২০ ডট দিয়েছিলেন। এর ১০ দিন পর ১৪ জুন উগান্ডার বিপক্ষে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আর ট্রেন্ট বোল্ট দেন ২০টি করে ডটবল। আজ তানজিম ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেই দিলেন।
তবে এই রেকর্ডের চেয়ে তানজিম হয়তো বেশি তৃপ্তি পাবেন তার উইকেটগুলোতে। কুশল ভুর্তেল, অনীল শাহ, রোহিত পোড়েল আর সুন্দীপ জোরাকে তুলে নিয়ে নাড়িয়ে দিয়েছিলেন নেপালকে।